শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:২৪

উপাদী দক্ষিণ ইউনিয়নে মহিলা সমাবেশে

সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে : বিএইচএম কবির আহমেদ

সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে : বিএইচএম কবির আহমেদ
রেদওয়ান আহমেদ জাকির

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সংগ্রামের ফসল বাঙালি জাতিরাষ্ট্র। তিনি জাতিসংঘে প্রথম বাংলা ভাষায় ভাষণ দিয়ে বিশ্বে বাঙালি জাতির মাথা উঁচু করেছেন। তাঁরই উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে জাতিকে উন্নত জাতিতে পরিণত করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি ৩০৩১ সালের মধ্যে বাংলাদেশ থেকে অতি দরিদ্রের চির অবসান ঘটিয়ে উচ্চ-মধ্য আয়ের স্তরে, এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্রের অবলুপ্তিসহ উচ্চ আয়ের উন্নত দেশে বাংলাদেশকে আসীন করতে কাজ করে যাচ্ছেন। এ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

তিনি ২৪ ফেব্রুয়ারি উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গণযোগাযোগ অধিদপ্তরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল দেওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিসহ শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখে দেশব্যাপী ১ কোটি কোভিড টিকা প্রদান করা হবে। যারা টিকা গ্রহণ করেন নি, তাদের টিকা গ্রহণের জন্য চেয়ারম্যান অনুরোধ করেন। পাশাপাশি বাড়ির আশেপাশের কেউ টিকা গ্রহণ না করলে তাকে টিকা কেন্দ্রে পাঠানোর অনুরোধ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান বলেন, করোনা অতিমারিতে দেশব্যাপী বাল্যবিবাহ প্রকট আকার ধারণ করেছে। এর মোকাবিলায় সমাজের সকল শ্রেণির মানুষকেই স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে। এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে, শিক্ষক, আনসার ও ভিডিপির গ্রাম দলনেতা-নেত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও ভূমি ব্যবস্থাপনা ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের সুবিধা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, এ প্রকল্পের মাধ্যমে সরকারের মেঘা প্রকল্প ও ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণের উদ্দেশ্য ও এর ফলাফল জনগণকে অবহিতকরণ, টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি), ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে দেশব্যাপী প্রচার কা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস জঙ্গী তৎপরতা, দুর্নীতি, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার ইত্যাদি প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে সচেতনতামূলক প্রচারনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে সরাসরি যোগাযোগমূলক কার্যক্রম হিসেবে এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ১৪০০টি মহিলা সমাবেশ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়