প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০০:০০
এইদিনে
২০০৪ সালের এইদিনে চাঁদপুর ট্রাকঘাট ইজারা প্রথা বাতিল ইস্যুতে ব্যবসায়ীরা লঞ্চঘাট ও ট্রাকঘাট অবরোধ করে।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর সদরের বিষ্ণুপুর এলাকায় মেঘনা নদীতে ডুবে সীমা আক্তার (৮) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়।
২০০৮ সালের এইদিনে হাইমচরে ঘাতক ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারায় শ্রমিক রাসেল।
২০১৩ সালের এইদিনে মতলব দক্ষিণের ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদ কর্তৃক পিস্তল উঁচিয়ে গুলি করে হত্যার হুমকি দেয়ায় তিনি শিক্ষকদের তোপের মুখে পড়েন এবং প্রতিবাদে সড়ক অবরোধ, মিছিল, মানববন্ধন, কমান্ডারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয় ও বিভিন্ন স্থানে মৌখিক ও লিখিত অভিযোগ দেয়া হয়।
২০১৪ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট ক্রীড়ামোদী, ক্রীড়া প্রশিক্ষক ও কুমিল্লা শিক্ষাবোর্ডের ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরীর দাফন সম্পন্ন হয়।
২০১৬ সালের এইদিনে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ১৮টি ইউনিয়নে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
২০২১ সালের এইদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটুক্তি করে সোস্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় মতলব দক্ষিণের গোসাইপুর গ্রামের আলাউদ্দীন বেপারী (২১) নামে এক যুবককে ডিবি পুলিশ আটক করে।
২০২২ সালের এইদিনে ফরিদগঞ্জে অবৈধ টিএনবি ও এমসিবি ইটভাটাকে ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে আংশিক ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।