বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০

সন্তানকে ত্যাজ্য করা যায় কি? আইন কী বলে?
অ্যাডঃ জিসান আহম্মদ (রিপন)

অনেক সময়ই আমরা শুনে থাকি সন্তান অবাধ্য হলে অথবা বাবা-মায়ের সঙ্গে বিরোধে জড়ালে তাদের ত্যাজ্য করার হুমকি দেন তারা। বাংলা সিনেমায় তো একসময় অহরহ ‘ত্যাজ্যপুত্র’ বা ‘ত্যাজ্যকন্যা’রা বাবার হুমকির মুখে দাঁড়িয়েও ভালোবাসার মানুষের হাত ধরে বেরিয়ে যেতেন। সাধারণত মুখে মুখে ঘোষণা দেয়া হলেও অনেক মা-বাবা স্ট্যাম্পে লিখে বা নোটারী করেও সন্তানকে ত্যাজ্য ঘোষণা করেন।

ব্যক্তিগত সম্পর্ক নিয়ন্ত্রণ করার জন্যে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এ আইনের মূল লক্ষ্য হলো, ইসলাম ধর্মের মানুষদের পারিবারিক ভাঙ্গন রোধ করে বন্ধন সুদৃঢ় করা। আইনটিকে কখনো কখনো নিরাপত্তামূলক সামাজিক আইনও বলা হয়ে থাকে। এ আইন বাস্তবায়নে সহায়তা দেয়ার জন্যে বাংলাদেশে পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ জারি করা হয়। এ আইনে কোথাও সন্তানকে ত্যাজ্য করার কোনো বিধান নেই।

মা-বাবা চাইলে অবাধ্য সন্তানকে তাদের সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন। তবে আইনগত, ধর্মীয় বা রাষ্ট্রীয় কোনোভাবেই সন্তানকে ত্যাজ্য করা সম্ভব নয়। ধর্মীয় বা রাষ্ট্রীয় আইনের কোথাও সন্তানকে ত্যাজ্য করার কোনো অনুমতি দেয়া হয়নি।

একজন মুসলমান তার সমুদয় সম্পত্তির তিন ভাগের এক ভাগের বেশি উত্তরাধিকার নয় এমন কাউকে উইল করতে পারেন না। ধর্মীয় উদ্দেশ্যে উইল করলেও তাতে ওয়ারিশদের সম্মতি থাকতে হবে, না থাকলে অসিয়তকারীর নিট সম্পত্তির তিন ভাগের এক ভাগের (১/৩ অংশে) ওপর উইল কার্যকর হবে। তবে পিতা-মাতা সন্তানদের সম্পত্তি দিতে না চাইলে জীবিতাবস্থায় অন্য কাউকে তা দান বা বিক্রি করে সম্পত্তির দখল ছেড়ে দিয়ে যেতে হবে। না হলে মৃত্যুর পর তাদের সন্তানেরা আইনগত উত্তরাধিকারী হিসেবে আপনা-আপনি সেই সম্পত্তির অংশীদার হবেন। কোনো অভিভাবক যদি জীবিত অবস্থায় সন্তানকে ত্যাজ্যপুত্র/সম্পত্তি থেকে বঞ্চিত হবেন বলে দিলেই সন্তানেরা ত্যাজ্য হয়ে যাবেন না। এমনকি দলিল কিংবা হলফনামার মাধ্যমে ত্যাজ্য করলেও সেই দলিল বা অ্যাফিডেভিট আইনের চোখে অবৈধ। এ ধরনের অবৈধ দলিল আদালতের মাধ্যমে বলবৎ করার কোনো সুযোগ নেই। বরং সন্তানেরা চাইলে এই পরিস্থিতিতে আইনের আশ্রয় নিতে পারেন। দেওয়ানি আদালতে এ ধরনের অবৈধ দলিল বাতিল চেয়ে মামলা করতে পারেন।

বাবা-মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কটা কোনো ব্যবসায়িক বা সামাজিক চুক্তি নয়। এ সম্পর্ক বিয়ের মতো না। তাই চাইলেই এটি অস্বীকার করা যায় না। সন্তানের সঙ্গে মা-বাবার যে অবিচ্ছেদ্য সম্পর্ক, তা কখনো মুখের কথায় ভেঙ্গে ফেলা যায়। না। পিতা-মাতার সঙ্গে সন্তানদের কোনো ধরনের বিরোধ যখন দেখা দেয়, তখন এর সুযোগ নিয়ে আত্মীয়স্বজন বা স্বার্থান্বেষীরা তথাকথিত ত্যাজ্য সন্তানকে তার ভাগের সম্পদ থেকে বঞ্চিত করার জন্যে নানা ধরনের ষড়যন্ত্র করে থাকেন। আইন অনুযায়ী, এটি সম্পূর্ণ বেআইনি, নীতিবহির্ভূত ও গর্হিত কাজ।

তথ্যসূত্র : সংগৃহীত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়