সোমবার, ২১ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৭:০৮

শিক্ষা উপদেষ্টা বরারর কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান

মো. আলমগীর তালুকদার।।
শিক্ষা উপদেষ্টা বরারর কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের স্মারকলিপি প্রদান করা হচ্ছে।

কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে সকল শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বরারর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (২১ জুলাই ২০২৫) উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর মাধ্যমে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত বছরগুলোতে কিন্ডারগার্টেনে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীগণ একই বই, সিলেবাস অনুসরণ করে প্রাথমিক বৃত্তি ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ায় তাদের মেধার মূল্যায়ন হয়েছে। কিন্তু ১৭ জুলাই প্রজ্ঞাপনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে মেধা বিকাশের সুযোগ দেওয়ার জন্যে শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ সময় উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আলমগীর হোসেন চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক মফিজুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আমির হোসেন, শিক্ষা সচিব শাহজালাল প্রধান সহ শিক্ষা সচিব মফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নাছির আহমেদ, ক্রীড়া সম্পাদক আ. হাইসহ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়