মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   উত্তরায় স্কুল ভবনে বিমান বিধ্বস্ত, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  •   উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, জানালো ফায়ার সার্ভিস
  •   উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  •   চাঁদপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
  •   রোগীর চাপে বেসামাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল!

প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ২১:১৯

সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

মো. নাছির উদ্দিন
সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম ইউনিয়নে মাধ্যমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৫নং সহদেবপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের উদ্যোগে সোমবার (২১ জুলাই) বিকেলে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপজেলার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. এমএ তাহের ও ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন চন্দ্র ভৌমিক, দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, প্রসন্নকাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবাস চন্দ্র গোপ, অভিভাবক সদস্য লোকমান হোসেন।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষা উপকরণ হিসেবে ছাতা, বক্স, খাতা, কলম ও ফাইল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, লেখাপড়া করার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া স্কুলে ঝরেপড়া শিক্ষার্থীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তাই মেধাবী শিক্ষার্থীদের স্কুলগামী করার অনুপ্রেরণার অংশ হিসেবে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়