শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২২, ০০:০০

মাদকদ্রব্য
অনলাইন ডেস্ক

মাদক নেশাজাত দ্রব্য

জ্ঞান, বুদ্ধি নাশে,

সুস্থ জীবন বিপর্যস্ত

মাদকের সন্ত্রাসে।

মাদকাসক্ত একে অন্যে

খুবই মেলামেশা,

ভাল ব্যক্তি ডেকে আনে

সঙ্গী করার নেশা।

দেশব্যাপী নেশাদ্রব্য

সহজে যায় পাওয়া,

তাইতো দলে ভিড়ছে

নেশাদ্রব্য খাওয়া।

নেশাখোর একে অন্যে

সহজে যায় মিশে,

সহাস্যে নেশা করে

মরছে সুস্থ বিষে।

নেশাদ্রব্য উচ্ছেদ করতে

জ্ঞান, বুদ্ধির কাজ,

ন্যায় নিষ্ঠা, সততা

বুদ্ধিমানের সাজ।

এগিয়ে আসুন সুবোধ ব্যক্তি

নেশাদ্রব্য নাশি,

জ্ঞান, বুদ্ধি প্রয়োগ করে

আদর-যত্নে হাসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়