শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ জুন ২০২১, ০০:০০

এইদিনে
অনলাইন ডেস্ক

২০০০ সালের এইদিনে মতলব উত্তরের ফরাজিকান্দি ইউনিয়নে স্বামী ও শাশুড়ি কর্তৃক এক গৃহবধূকে হত্যা করা হয়।

২০০২ সালের এইদিনে চাঁদপুর পৌরসভার চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা করেন।

২০০৪ সালের এইদিনে খুলনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের শপথ চত্বরে সাংবাদিকদের অবস্থান ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

২০১২ সালের এইদিনে চাঁদপুর পৌরসভার বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

২০১৩ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুর রহমান।

২০১৪ সালের এইদিনে মতলব উত্তরের ছেঙ্গারচর গ্রামের মোল্লা বাড়ির গৃহবধূ হেলেনা আক্তার (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

২০১৮ সালের এইদিনে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত কমিউনিকেশন স্ট্র্যাটেজি বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ক সঞ্জীবনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসলাম হোসেন।

২০১৯ সালের এইদিনে হাজীগঞ্জের হরিপুর গ্রামের সওদাগর বাড়িতে নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে সফিকুর রহমান (২৩) নামে এক যুবক মারা যান।

২০২০ সালের এইদিনে মতলব উত্তরের নয়াকান্দি শিকিরচর গ্রামে পারিবারিক কলহে চাচাতো ভাই কর্তৃক জেঠাতো ভাই ওয়াসিম (৩২) নামে যুবককে হত্যা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়