শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

ছাত্র-জনতার এ বিজয়কে করতে হবে অর্থবহ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ইতিহাসে আগস্ট নানা কারণেই ঘটনাবহুল। গেল ৫ আগস্ট সোমবার দেশের ছাত্র-জনতার বিপুল বিজয়ে অতীতের সকল ঘটনাকে ছাপিয়ে এই দিনটি হয়ে গেলো অনেক তাৎপর্যপূর্ণ । ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী ও জনতার বিপ্লব সংঘটিত হয়েছিল, যেটি পরবর্তীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে অভিহিত হয়। এই ৫ আগস্ট অনাগত ভবিষ্যতে কী দিবস হিসেবে অভিহিত হয় সেটাই এখন দেখার বিষয়। চলতি ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। খুবই কমসংখ্যক ভোটার ও দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়াই এই বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে। কিন্তু এই নির্বাচন অনুষ্ঠানের মাত্র ছয় মাস আটদিনের মাথায় কোটা আন্দোলনকে ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গড়ে তোলা গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। ভাগ্যের কী নির্মম পরিহাস! ৪৯ বছর আগে ১৯৭৫ সালের যে আগস্ট মাসে শেখ হাসিনার বাবা সপরিবারে ধানমন্ডীর ৩২নম্বর বাড়িতে প্রাণ হারিয়েছিলেন, সেই প্রাণহানির ৪৯ বছর পূর্তির ১০ দিন আগে তিনি কতোটা লজ্জাজনকভাবে ক্ষমতা ছেড়ে পার্শ্ববর্তী দেশ ভারতে গিয়ে সাময়িক আশ্রয় নিলেন। ভারতে তিনি প্রত্যাশিত রাজনৈতিক আশ্রয় প্রাপ্তির সম্ভাবনা নেই বললেই চলে। বরং ভারত তাকে পরবর্তী অবস্থান তথা কোন্ দেশে রাজনৈতিক আশ্রয় নিশ্চিত করবেন সেটি ভেবে দেখার সুযোগ দিয়েছেন বলে জানা যায়। নিজের দম্ভ ও ভুল, নিজের দলের চরম ব্যর্থতা, ব্যাপক ধরপাকড় ও নিপীড়ন, শত শত প্রাণহানি এবং সমমনা ১৪ দলের ভুল সিদ্ধান্তে তড়িঘড়ি করে জামাত-শিবিরকে নিষিদ্ধ করার নির্বাহী আদেশ প্রদান করে শেখ হাসিনা চরম রোষে পড়ে ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানের দিকে ধাবিত হয়। ১ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিক ও পর্যায়ক্রমিক কর্মসূচির মধ্যে ৪ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখোমুখি হয়েই তিনি টের পান তার পায়ের তলায় মাটি নেই এবং তার দলের সাংগঠনিক দক্ষতা নিতান্তই দুর্বল। পদত্যাগের চিন্তায় তিনি বিভোর হয়ে তার দলের নেতা-কর্মী ও দলের ভবিষ্যতের কথা ভুলে গিয়ে পরদিন ৫ আগস্ট বেলা সোয়া ১টায় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন এবং তারপর দ্রুতই পালিয়ে যাওয়ার নিরাপদ উপায়টুকু খুঁজে নেন। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ সেনাপ্রধান কর্তৃক জাতির উদ্দেশ্যে ভাষণ এবং ৬আগস্ট রাষ্ট্রপতি কর্তৃক সংসদ বিলুপ্তির মাধ্যমে বিএনপি, জামাত, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রত্যাশায় ন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিকেই এগুলো ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের পরিণতি। তবে বিজয়োল্লাসের সাথে সুযোগসন্ধানী দ্বারা হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা নিয়ন্ত্রণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি-জামাতসহ অন্য দলকেই প্রধান ভূমিকা রাখতে হয়েছে। এমনকি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় স্থাপনায় পাহারা পর্যন্ত দিতে হয়েছে। আমরা আশা করি, ছাত্র-জনতার বিজয়কে অর্থবহ করতে যতো দ্রুত সম্ভব গ্রহণযোগ্য নির্বাচন দ্বারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠনের সর্বাত্মক উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তারপর দুর্নীতি ও দীর্ঘদিনের অপশাসনের অবসান ঘটানোর কার্যকর নানা পদক্ষেপ নিয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। আমরা ছাত্র-জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শত শত মানুষের আত্মার মাগফেরাত কামনা করছি, খুনিদের বিচার দাবি করছি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্যে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়