শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০

অরুণ নন্দী সুইমিং পুল চালু হচ্ছে?
অনলাইন ডেস্ক

চাঁদপুর আউটার স্টেডিয়ামে অবস্থিত অরুণ নন্দী সুইমিং পুলের সংস্কার কাজ ২১ জুলাই পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। এই সুইমিং পুলটি ২০০২ সালে নির্মিত হয় এবং চাঁদপুর সুইমিং পুল নামে উদ্বোধন করা হয়। ২০০৮ সালে চাঁদপুরের কৃতী সাঁতারু, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ও মুক্তিযুদ্ধকালীন অবিরাম সাঁতারে বিশ্ব রেকর্ডধারী অরুণ কুমার নন্দীর নামে এই সুইমিং পুলের নামকরণ করে নূতন করে উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক এসএম মনিরুল ইসলাম। এই উদ্বোধনের পর নিয়মিত যথাযথ ব্যবস্থাপনার অভাবে সুইমিং পুলটির উপযোগিতা কমতে থাকে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক লেখালেখির পর জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা স্থানীয়ভাবে তহবিল জোগাড় করে সুইমিং পুলটি সংস্কার করেন। তারপরও জেলা ক্রীড়া সংস্থা সুইমিং পুলটি রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠুভাবে চালু রাখতে ব্যর্থ হয়। এমতাবস্থায় চাঁদপুরের সকল সাঁতারুর সম্মিলিত সংগঠন চাঁদপুর সাঁতার পরিষদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক (বর্তমান খাদ্য সচিব) ইসমাইল হোসেন জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির সভাপতি তৎকালীন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিনের সুপারিশে ইজারা প্রদান করেন। চাঁদপুর সাঁতার পরিষদ মাসিক ভাড়ায় ভালোই চালাচ্ছিল সুইমিং পুলটি। কিন্তু মেয়র পদে পরিবর্তন আসলে নূতন মেয়র বকেয়া বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল পরিশোধে অপারগতা প্রকাশ করায় পানির অভাবে সুইমিং পুলটি বন্ধ হয়ে যায়। ফলে সাঁতার প্রশিক্ষণসহ সামগ্রিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। দুবছরের অধিক সময় বন্ধ থাকার প্রেক্ষিতে চাঁদপুর কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশিত হলে বিষয়টি দৃষ্টিগোচরে আসে চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক কামরুল হাসানের। তিনি পুলটি সংস্কারের উদ্যোগ নেন। শুক্রবার তিনি সুইমিং পুলের সংস্কার কাজ তদারকিতে যান।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব কামরুল হাসান কর্তৃক অরুণ নন্দী সুইমিং পুল সংস্কারের উদ্যোগ অবশ্যই চাঁদপুরের সাঁতারু ও সাঁতারপ্রেমীদের জন্যে স্বস্তির বিষয়। কিন্তু সংস্কার টেকসই করার জন্যে নিতে হবে কার্যকর পদক্ষেপ। এজন্যে চাঁদপুরের সর্বস্তরের সাঁতারু, সাঁতার সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সাঁতার কমিটির সভাপতি চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ ক্রীড়াবিদদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা করা জরুরি। কেননা জেলা ক্রীড়া সংস্থার কমিটিতে সাঁতার সংগঠনের প্রতিনিধি নেই, আর জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সাঁতারপ্রেমী নন ও সাঁতারের উন্নয়নে আন্তরিক নন। তিনি কথার খই ফোটান এবং আশ্বাসে আশ্বাসে কালক্ষেপণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়