সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

এ দাবির সাথে      আমরাও একাত্ম
অনলাইন ডেস্ক

চাঁদপুর মেডিকেল কলেজের নাম ভাষাবীর এমএ ওয়াদুদের নামে নামকরণ করার দাবি উত্থাপিত হয়েছে। এমন দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। আর এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন চাঁদপুরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ সর্বমহল। চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির উপস্থিতিতেই এ দাবি জানান মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারীতে ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব, চাঁদপুর-এর ভূমিকা ও অর্জন এবং চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির চাঁদপুর শহরের বাসভবনের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ হারুন-অর-রশিদ। এই অনুষ্ঠানে মেডিকেল কলেজের একজন শিক্ষক তাঁর বক্তব্যের সময় বলেন, আমরা জানি চাঁদপুর মেডিকেল কলেজটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাঃ দীপু মনি এমপিকে উপহার হিসেবে দিয়েছেন। যা মাননীয় প্রধানমন্ত্রী চাঁদপুর স্টেডিয়ামের জনসভায় তাঁর বক্তৃতায় বলেছেন। তাই আমরা চাই, চাঁদপুর মেডিকেল কলেজটি ভাষাবীর এমএ ওয়াদুদ সাহেবের নামে নামকরণ করা হোক। তাঁর মতো একজন মহান ব্যক্তির নামে নামকরণ করা হলে আমরাও গৌরবান্বিত হবো। শিক্ষকের এ দাবির প্রতি তখন সকল শিক্ষার্থী সমর্থন জানিয়ে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়র, বিএমএ নেতৃবৃন্দসহ উপস্থিত সকলে তাঁদের বক্তৃতায় এই দাবির প্রতি সমর্থন জানান।

চাঁদপুর প্রেসক্লাবসহ চাঁদপুরের সাংবাদিক সমাজ এই দাবির সাথে অবশ্যই একাত্ম। আমরাও জেলাবাসীর পক্ষে একাত্মতা পোষণ করছি। জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক মহোদয় এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র লিখতে পারেন। এতে দাবি পূরণের কাজটি সঠিক পথে এগুতে পারবে বলে আমাদের বিশ্বাস। অবশ্যই বলা দরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ভাষাবীর এমএ ওয়াদুদ ছিলেন নিরাপোষ এমন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি স্বীয় আদর্শে অবিচল থাকা ও চরম ত্যাগ শিকারের জন্যে কিংবদন্তিতুল্য ও উত্তর প্রজন্মের জন্যে অনন্য রোল মডেল। তাঁর নামে তাঁর গ্রামের নিকটে ডাকাতিয়া নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভাষাবীর এম এ ওয়াদুদ সেতু নির্মাণ করছে, যেটা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণযোগ্য। কিন্তু জেলা সদরে পারিবারিক উদ্যোগে ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্ট ও আরটি-পিসিআর ল্যাব ছাড়া সরকারিভাবে কিছু হয়নি। অতএব, জেলা সদরস্থ মেডিকেল কলেজটির নাম তাঁর নামে হলে প্রকৃতপক্ষে জেলাবাসী ধন্য হতে পারবে এবং বর্তমান ও উত্তর প্রজন্ম তাঁর সম্পর্কে ভালোভাবে জানতে পারবে কিংবা জানার আগ্রহ তৈরি হবে। আমরা এই মেডিকেল কলেজ বাস্তবায়নকারী মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি প্রাগুক্ত দাবিটি খুব দ্রুত পূরণ করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্যে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়