প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০
বিশ্ববিখ্যাত দার্শনিক কারলাইল বলেছেন, গ্রন্থাগার জনগণের জন্য বিশ^বিদ্যালয়। বাংলা একাডেমি ও স্বাধীনতা পুরস্কারসহ বহু পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ আলী আহসান বলেছেন, পাঠাগার নিঃসন্দেহে লিখিত ভাষার সঞ্চয় কেন্দ্র। এখানে মানুষ বিপুল পৃথিবীর বিচিত্র সঞ্চয়ের সঙ্গে পরিচিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কতশত বন্যা বাঁধা আছে, তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব তার হৃদয়ের বন্যাকে বাঁধিয়া রাখিয়াছে। প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক মোতাহের হোসেন চৌধুরী বলেছেন, সত্যিকার বৈদগ্ধ ও চিৎকর্ষের অধিকারী হতে হলে লাইব্রেরির সঙ্গে অন্তরঙ্গতা সৃষ্টি করা অবশ্যই প্রয়োজন। জনব্রাইট বলেছেন, লাইব্রেরিই মানুষকে অন্ধকার থেকে আলোর পথে ভ্রমণ করাতে পারে। তিনি আরো বলেছেন, কোনো গ্রন্থাগারে উপস্থিত হলে সবসময় আমার যে কথাটা মনে পড়ে তা হচ্ছে, জীবন এতো সংক্ষিপ্ত যে আমার সামনে ছড়িয়ে থাকা জ্ঞান আহরণ করার সুযোগ আমার নেই।
পাঠাগার, গ্রন্থাগার, লাইব্রেরী যে নামেই ডাকি না কেনো, সেটার আবেদন যে সুদূরপ্রসারী সেটা অনেকের মতোই উপলব্ধি করতে পেরেছেন ফরিদগঞ্জের কৃতী সন্তান রোটারিয়ান গিয়াস উদ্দিন খান। সেজন্যে তিনি ফরিদগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজারের পূর্ব মাথায় ‘রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার’ নামে নান্দনিক আঙ্গিকে একটি আধুনিক পাঠাগার গড়ে তুলেছেন। তিনি বলেছেন, বর্তমান সময়ে আধুনিক সভ্যতার এই কালে সবাই কেমন যেন বই পড়া থেকে অনেক পিছিয়ে যাচ্ছি। আমি মনে করি, জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থায় একজন মানুষকে মানবিক হিসেবে তৈরি করার ক্ষেত্রে পাঠাগারের বিকল্প নেই। আমাদের সমাজে ছেলেমেয়েরা পাঠ্য বইয়ের বাইরে খুব কমই জ্ঞান রাখে। জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করতে হলে ভালো মানুষ বা মানবিক মানুষ তৈরির বিকল্প নেই। সেজন্যে তাদেরকে শিল্প সাহিত্য বিষয়ে পড়াশোনা করতে হবে। কেননা পড়ার কোনো বিকল্প নেই। মানুষ যদি বই পড়ে তাহলে তার মধ্যে ভালো বোধ ও চেতনা জন্মগ্রহণ করবে এবং সে দায়িত্ব সচেতন হবে। তিনি আরো বলেন, জ্ঞান চর্চার অভাবে আমাদের সমাজে প্রগতিশীল চিন্তাধারার মানুষের বড়ই অভাব। আগামী সমাজ ব্যবস্থা হবে জ্ঞান নির্ভর। আর এ চিন্তাধারা থেকে আমার প্রত্যন্ত এলাকার ছেলেমেয়েদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি।
গতকাল চাঁদপুর কণ্ঠে রোটারিয়ান গিয়াস উদ্দিন খান কর্তৃক গ্রামাঞ্চলের নির্মিত আধুনিক পাঠাগার নিয়ে শীর্ষ সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটির শিরোনাম হয়েছে ‘জ্ঞান সাধনায় ভূমিকা রাখছে রাউফেন মজিদ স্মৃতি পাঠাগার’। এ সংবাদটি পাঠে প্রায় প্রতিটি পাঠকই উজ্জীবিত হয়েছে। আমরা এ পাঠাগার প্রতিষ্ঠায় জনাব গিয়াস উদ্দিন খানের মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং তাঁর উদ্দেশ্যের সর্বাত্মক সার্থকতা কামনা করছি।