সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১১ জুলাই ২০২১, ০০:০০

বেপরোয়া গতিতে জীবনের যতো ক্ষতি!
অনলাইন ডেস্ক

আমাদের দেশে প্রতিদিন প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। করোনাজনিত লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় এমন ঘটনা যে বন্ধ হয়েছে সেটি কিন্তু নয়। বরং পূর্বের ন্যায় সমান তালে কিংবা তারচে’ বেশিও ঘটছে। সড়কগুলোতে যানবাহনের চাপ কমায় এক শ্রেণির অপরিণামদর্শী চালক তাদের গতি বাড়াতে বেপরোয়া হয়ে গেছেন। ফাঁকা সড়ক পেয়ে সড়কের মসৃণতা ও উপযোগিতা মাথায় না রেখেই এসব চালক তাদের যানবাহনের গতি এতোটা বাড়িয়ে দেন যে, শেষ পর্যন্ত নিজের ওপরই নিয়ন্ত্রণ রাখতে পারেন না। ফলস্বরূপ যা হবার তা-ই হয়। মুখোমুখি সংঘর্ষ কিংবা অন্য কিছুর সাথে ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে।

চাঁদপুর জেলায় গত ক’ মাসে একের পর এক দুর্ঘটনায় যে সড়কটি মৃত্যু ফাঁদের কুখ্যাতি পেয়েছে, সে সড়কটি হচ্ছে হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর সড়কের হাজীগঞ্জ-কচুয়া অংশ। আর পূর্ব থেকেই আরেকটি মৃত্যুফাঁদ রয়েছে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলাস্থ কাঁকৈরতলা অংশে। এ দুটি স্থানে বহু মানুষ প্রাণ হারিয়েছে সড়ক দুর্ঘটনায়। কিন্তু এ দুর্ঘটনা রোধে করণীয় নির্ধারণে কারোই যেন টনক নড়েনি। ফলে দুর্ঘটনা কমছে না এবং থামছে না।

গতকাল চাঁদপুর কণ্ঠে শীর্ষ সড়ক দুর্ঘটনায় যে দুটি প্রাণহানির খবর ছাপা হয়েছে, সে দুটিই ৯ জুলাই সংঘটিত হয়েছে যথাক্রমে হাজীগঞ্জ-কচুয়া সড়কে এবং শাহরাস্তির কাঁকৈরতলায়। ‘হাজীগঞ্জে ফাঁকা সড়কে ভয়াবহ সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত’ শীর্ষক সংবাদে যে মৃত ব্যক্তির নাম ছাপা হয়েছে, তিনি হচ্ছেন আরিফ খান জয় (৩২)। জয়ের অকাল পরাজয় হয়েছে দ্রুত গতিতে মোটর সাইকেল চালাতে গিয়ে। কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামের এই জয় হাজীগঞ্জ বাজারে পলিসাইনের ব্যবসা প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তার সাথে জালাল (২০) নামে একই গ্রামের যে আরোহী ছিলো তিনিও গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনা জয়ের পরিবারের জন্যে সারাজীবনের কান্নায় পরিণত হয়েছে।

শাহরাস্তির কাঁকৈরতলায় পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোঃ কাজল মিয়া (৪৫) প্রাণ হারিয়েছেন। হবিগঞ্জের বাসিন্দা এই ব্যক্তি শাহরাস্তির ওয়ারুকে ভাড়া বাসায় থেকে মাছের রেনু পোনার ব্যবসা করতেন। ৫ সন্তানকে রেখে তিনি অকাল মৃত্যুর শিকার হওয়ায় তার পরিবার যে অনিশ্চয়তার অন্ধকারে নিমজ্জিত হলো, তার থেকে উদ্ধার পাওয়া যে অনেক কষ্টকর হবে সেটা ভাবলে চিত্তবান মানুষ মাত্রেরই মন সংবেদনশীল হয়ে উঠবে।

সড়ক যেহেতু আছে কম-বেশি যানবাহন চলবেই। তবে নানা কারণে যে কোনো সড়কে দুর্ঘটনার ঝুঁকিপ্রবণ কিছু এলাকা থাকে। এ এলাকাগুলো চিহ্নিত হবার পর সড়ক ও জনপথ বিভাগ চালকদের সতর্ক করতে নির্দিষ্ট স্থানে দিক নির্দেশক বোর্ড (সাইন সিগন্যাল) লাগিয়ে দেয়। এমনটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাঁকৈরতলাসহ বিভিন্ন স্থানে এবং হাজীগঞ্জ-কচুয়া সড়কের বিভিন্ন স্থানে লাগানো জরুরি হয়ে পড়েছে। এতে দুর্ঘটনা পুরোপুরি না কমলেও কিছু যে কমবে সেটা যেসব সড়কে এমন সতর্কতামূলক বোর্ড লাগিয়েছে সেসব সড়কের বর্তমান অবস্থা জেনে ধারণা করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়