প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৯:৪৬
আমার এলাকায় চার ঘন্টা বিদ্যুৎ ছিলো না : জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ
চাঁদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে (আমার এলাকায়) রোববার সকাল থেকে চার ঘন্টা বিদ্যুৎ ছিলো না। এভাবে প্রতিদিনই তিন-চার ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বন্ধের দিনেও লোড শেডিং দেখায়। আমার মনে হয়, আমি কেন আওয়ামী লীগের সভাপতি এজন্যেই লোডশেডিং দেখায়। বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে ফোন দিলে কল রিসিভ করে না। হয়তো কোন কাজের ব্যস্ততায় ছিলেন। কিন্তু তার মোবাইলে আমার নাম্বারটা সেভ করা। তিনি পরেও কল করেনি। আমার বেলায় যদি এমন হয়, সাধারণ জনগণের কি হবে?
|আরো খবর
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান বলেন, চাঁদপুরে বিদ্যুৎ ভালো মতো চলছে। বর্তমানে বিদ্যুৎতের কোন সমস্যা নেই। এ প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ উপরোক্ত এসব কথা বলেন।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এ কর্মকর্তার কাছে চাঁদপুর পৌর এলাকার বিদ্যুৎ এর কিছু উন্নয়ন কাজের কথা জানতে চেয়ে ছিলেন। সে বিষয়ে জানতে চেয়েও কোন উত্তর পাননি। এ সময় জেলা প্রশাসক বলে উঠলেন, আজকের সভায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও চাঁদপুর পৌরসভার মেয়রও নেই। উল্লেখ্য, রোববার ১৭ অক্টোবর ছিল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ।