বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪১

আজ থেকে তিনদিনব্যাপী গাছতলা দরবারের বাৎসরিক ওরছ মাহফিল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
আজ থেকে তিনদিনব্যাপী গাছতলা দরবারের বাৎসরিক ওরছ মাহফিল
ছবি :সংগৃহীত

চাঁদপুরের ঐতিহ্যবাহী আধ্যাত্মিক দরবার, সদর উপজেলার বাগাদী ইউনিয়নস্থ ইসলামপুর গাছতলা দরবার শরীফের তিনদিনব্যাপী বাৎসরিক ওরছ মাহফিল আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে।

গাছতলা দরবারের প্রতিষ্ঠাতা কুতুবুল ইরশাদ, মহিউস সুন্নাহ হযরত খাজা আহমদ শাহ (র.) এবং তাঁর পুত্র খাজা আবুল খায়ের (র.), খাজা তৈয়্যবুল ইসলাম (র.) ও খাজা আবু তাহের (র.)'র পবিত্র ওফাতবার্ষিকী উপলক্ষে এই ওরছ মাহফিল

দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই ওরছ মাহফিল। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব থেকে নাতে রাসুল মাহফিল চলবে। শুক্রবার সারারাত ওয়াজ নসিহত অনুষ্ঠিত হবে।

এছাড়া মাজার জিয়ারত, খতম, গিলাফ চড়ানো, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) ফজর নামাজ শেষে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।

তিনদিনের অনুষ্ঠানে সকল আশেকে রাসুল সুন্নী মুসলমান ভাইদের অংশগ্রহণ করার জন্যে অনুরোধ জানিয়েছেন গাছতলা দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়