শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ১১:০০

হাজীগঞ্জে মহাপবিত্র ওরছে ইমামে রাব্বানী ও হিযবুর রাসূল (দঃ) মহাসমাবেশে হাজারো আশেকের মিলনমেলা

সুন্নী ঐক্য গড়ে উঠলে মুসলিম বিদ্বেষী মোনাফেকরা পালানোর পথ পাবে না : আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সুন্নী ঐক্য গড়ে উঠলে মুসলিম বিদ্বেষী মোনাফেকরা পালানোর পথ পাবে না : আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্

বিশ্ববিখ্যাত ওলীয়ে কামেল, মুর্শীদে বরহক্ব, ক্বাইয়ূমে জামান, মোজাদ্দেদে জামান, সানী ওয়ায়েস কুরুণী, ইমামে রাব্বানী, আওলাদে রাসূল (দঃ) আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রাঃ) -এর ওফাত দিবস উপলক্ষে ৩৩তম পবিত্র ওরসে ইমামে রাব্বানী ও হিযবুর রাসুল (দঃ) মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারো ৮ অক্টোবর শুক্রবার হাজীগঞ্জ ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা ওস্তাজুল ওলামা, পঞ্চদশ শতাব্দীর মোজাদ্দেদ, মাশায়েখে আজম আল্লামা সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রাঃ) -এর পবিত্র ওরছ মোবারকে সভাপতিত্ব করেন দরবার শরীফের গদ্দীনশীন পীর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি, ইমামে আহলে সুন্নাত, আওলাদে রাসুল (দঃ) আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।

তিনি আলোচনায় বলেন, সুন্নীদের ঐক্য গড়ে উঠলে মুসলিম বিদ্বেষী মোনাফেকরা পালানোর পথ পাবে না। যুগে যুগে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ইসলামের শান্তির পতাকা উড্ডীন হয়েছে। তাই বর্তমানে ফেৎনার যুগে সকল সুন্নী পীর মাশায়েখ একটি প্ল্যাটফর্মে এসে আউলিয়া কেরামের প্রেম-ভালোবাসা মানুষের মাঝে জাগ্রত করতে হবে। বিভক্তির মাঝে তা কখনো সম্ভব নয়। এজন্যে তিনি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পতাকা তলে এসে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের শৃঙ্খলা রক্ষায় প্রতিটি মানুষকেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করতে হবে। তবে দুর্নীতিবাজ ও তাদের প্রশ্রয়দাতাদের এখনই প্রতিহত না করলে দেশকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা অসম্ভব।

মাদরাসায়ে আবেদীয়া মোজাদ্দেদীয়ার সুপার মাওলানা মোহাম্মদ আলী নক্সবন্দী ও সিনিয়র শিক্ষক মুফতি আবুল হাশেম শাহ্ মিয়াজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী (রহঃ)-এর বড় সাহেবজাদা আল্লামা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী, চট্টগ্রাম বিশ^বিদ্যালেয় অধ্যাপক ড. এসএম বোরহান উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মনির হোসাইন আল আবেদী, চান্দ্রা দরবার শরীফের পীর ড. আল্লামা এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী, আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, ঘনিয়া সাঈদীয়া দরবার শরীফের শাহজাদা মাওলানা নাজমুল হক আখন্দ নক্সবন্দী প্রমুখ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা মাসউদ হোসাইন আল আবেদী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা সাঈদুল ইসলাম মোনাজেরী, মাওলানা অধ্যাপক আনিসুর রহমান মজুমদার, মাওলানা শাহ আলম জিহাদীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম ও পীর মাশায়েখগণ।

দিবসটি উদ্যাপন উপলক্ষে সকাল থেকে পবিত্র কোরআন তিলাওয়াত, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, মাগরিবের নামাজের পর মাজারে গিলাফ ছড়ানো, মিলাদ, ক্বিয়াম ও আলোচনা অনুষ্ঠিত হয়।

ফজরের নামাজের পূর্বে বিশ^ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় হাজারো মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। পরকালীন মুক্তি কামনায় আমিন, আমিন ধ্বনিতে মুখরিত হয় দরবার শরীফ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়