মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১০ অক্টোবর ২০২১, ০৯:০১

নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন প্রসঙ্গে

অনলাইন ডেস্ক
নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন প্রসঙ্গে

গত ৮ অক্টোবর শুক্রবার সকালে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী পাটোয়ারী বাড়ির বিশিষ্টজনদের উদ্যোগে প্রতিষ্ঠিত নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে একশ’ দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া আলোচনা সভার আয়োজন করা হয়। পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী মোঃ আবু নাছের পাটোয়ারী। তিনি বলেন, আমাদের এই ফাউন্ডেশন প্রথমত এলাকার অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করছে। পরবর্তীতে উপজেলা ও জেলা পর্যায়ে মানুষের জন্যে কাজ করবে। উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথি তার ব্যক্তিগত তহবিল থেকে তাদের বাড়ি সংলগ্ন হযরত ওমর (রাঃ) মাদ্রাসাকে ৫০ হাজার টাকা দান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের সাবেক ডিএমডি মোঃ জাকির হোসেন, এনবিআরের যুগ্ম কমিশনার মুরাদ আহমেদ জুয়েল পাটোয়ারী, কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক শামীমা পাটোয়ারী সহ আরো অনেকে। আমেরিকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন ওমর ফারুক পাটোয়ারী।

চাঁদপুর কণ্ঠের শেষ পৃষ্ঠায় নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের উদ্বোধন উপলক্ষে প্রকাশিত সংবাদ পড়ে খুব সহজেই আন্দাজ করা যায় যে, নারায়ণপুর পাটোয়ারী বাড়িতে বহু কৃতী, মেধাবী মানুষের জন্ম হয়েছে, যারা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত। এদের অনেকেই পর্যাপ্ত আর্থিক সামর্থ্যরে অধিকারী। বোধ করি সেজন্যে তারা সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে কাজ করতে ‘নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেছেন।

এখানে বলা দরকার যে, বাংলাদেশের জেলাগুলোর মধ্যে চাঁদপুর জেলার পাটোয়ারীরা অনেক খ্যাতিসম্পন্ন। এক্ষেত্রে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের কালজয়ী ও কিংবদন্তীতুল্য প্রধান শিক্ষক ওয়ালি উল্লাহ পাটোয়ারী, মুক্তিযুদ্ধকালীন আত্মঘাতী নৌকমান্ডো, সরকারের অবসরপ্রাপ্ত সচিব মমিন উল্লাহ পাটোয়ারী বীর প্রতীক, ভূমি মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. মমতাজউদ্দিন পাটোয়ারী, সদ্য সাবেক আইজিপি ড. জাবেদ পাটোয়ারী প্রমুখের নাম উল্লেখযোগ্য। আর নামের শেষাংশে পাটোয়ারী লিখেন না এমন বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (পিতা ভাষাবীর এম.এ.ওয়াদুদ ও ভাই ডাঃ জে.আর.ওয়াদুদ টিপু), মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবেক সচিব মরহুম ড. এম. এ. সাত্তার প্রমুখ।

চাঁদপুরের পাটোয়ারীদের কর্মকা- ২-১টি ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই প্রশংসনীয় ও দূরদৃষ্টিসম্পন্ন। এঁরা যে সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে অনেক বড় বড় কাজ করতে পারে তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ‘নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশন’ কালক্রমে সে প্রমাণ রাখতে পারবে বলে আমরা আশাবাদী। মতলবের ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ছাড়িয়ে উপজেলা ও জেলা পর্যায়ে তাদের কাজ করার যে অঙ্গীকার উদ্বোধনকালে তারা ব্যক্ত করেছে, তা থেকে এমন আশাবাদ পোষণ আত্যন্তিক কিছু নয় বলে আমরা মনে করি। শুভ কামনা থাকলো এ ফাউন্ডেশনের প্রতি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়