রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০০:১৫

মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে সংবর্ধনা

স্টাফ রির্পোটার
মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের পক্ষ থেকে চাঁদপুর প্রেসক্লাবের নূতন নেতৃত্বকে সংবর্ধনা

মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের নবগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের চেয়ারপার্সন গোলাম সারওয়ার সেলিম ও মহাসচিব মাহফুজ মল্লিক।

সংগঠনের মহসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব ঐক্যবদ্ধ রয়েছে৷ আমরা চাঁদপুর প্রেস ক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করবো৷ আমরা আপনাদের পাশে আছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদ, মতলব- এর সদস্য শ্যামল চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম প্রধান, লোকমান হোসেন হাবীব, সাইদুল আরেফিন শ্যামল, ডিএম আলাউদ্দিন, সাইফুল ইসলাম সবুজ, মিজানুর রহমান, রবিউল আলম, সফিকুল ইসলাম রিংকু সহ অন্যরা।

ক্যাপসান: চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে মতলব সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ কে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারপার্সন গোলম সারওয়ার সেলিম, মহসচিব মাহফুজ মল্লিক সহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়