প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২
কুমিল্লার কমলাপুরে হরিনাম মহাযজ্ঞ ৩১ ডিসেম্বর থেকে শুরু

বিশ্ব শান্তি কামনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন কমলাপুর শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা মন্দির প্রাঙ্গণে ২৪ প্রহরব্যাপী ৩৫তম বাৎসরিক শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৪টা হতে বেদবাণী পাঠ, গোধূলি লগ্নে গঙ্গা আহ্বান ও মঙ্গলঘট স্থাপন এবং রাতে অধিবাস কীর্তন, শ্রীমদ্ভাগবত পাঠ এবং ১ জানুয়ারি বৃহস্পতিবার অরুণোদয় হতে ২৪
প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ আরম্ভ, দুপুরবেলা ভোগরাগ ও ভোগদর্শন শেষে প্রসাদ বিতরণ এবং ২ জানুয়ারি শুক্রবার অহোরাত্র নামযজ্ঞ, দুপুরবেলা ভোগরাগ ও ভোগদর্শন শেষে প্রসাদ বিতরণ এবং ৩ জানুয়ারি শনিবার দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ অন্তে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং শেষদিন রোববার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি, দধিমঙ্গল ও সমাপনী কীর্তন। কীর্তন পরিবেশন করবেন সূদুর নোয়াখালী হতে আগত শ্রী শ্রী বলদেব জিউর সম্প্রদায়।
ছাব্বিশ প্রহর নামসুধা পরিবেশন করবেন সূদুর গোপালগঞ্জ হতে আগত শ্রী শ্রী মহাপ্রভু সম্প্রদায়, কুমিল্লা শ্রী শ্রী সুন্দর গোপাল সম্প্রদায় ও শ্রী শ্রী গৌর নিতাই সম্প্রদায়, চাঁদপুর শ্রী শ্রী রাম সংঘ সম্প্রদায়, পিরোজপুর শ্রী শ্রী সোনার গোপাল সম্প্রদায় ও নোয়াখালী শ্রী শ্রী বলদেব জিউর সম্প্রদায়।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। প্রয়োজনে : 01712-155002 অথবা 01924-421362






