প্রকাশ : ০১ জুলাই ২০২১, ১৫:৫৯
রোমে মাদানী স্কুল এন্ড কলেজের ২০২০-২০২১ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইতালির রোমে মাদানী স্কুল এন্ড কলেজের ২০২০-২০২১ শিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই দিনে ফুড ফেস্টিভ্যাল ২০২১ অনুষ্ঠিত হয়। এর আগে শিক্ষকদের ও শিক্ষার্থীদের মাঝে একে অপরকে সম্মানসুচক টুপি পড়িয়ে দেওয়া হয়। মাদানী স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার পাশের হার শতভাগ। প্রথম শ্রেণীতে শতকরা নিরানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছে ইব্রাহিম হুসাইন। দ্বিতীয় রাদিত খন্দকার এবং তৃতীয় রেহানা রাশেদ। পর্যায়েক্রমে দ্বিতীয় শ্রেণীতে প্রথম হয় আজফারা হাওলাদার, দ্বিতীয় মাহাজাবিন রায়না,তৃতীয় শেখ মুসফিকুর রোহান। তৃতীয় শ্রেণীতে প্রথম হুরাইন ফাতিমা নাসির, দ্বিতীয় সামারা বাবর আলী এবং তৃতীয় এস. এম. ফারহান রামীন। চতুর্থ শ্রেণীতে প্রথম হয় মাহিমা মীর, দ্বিতীয় অনির্বান সাহা এবং তৃতীয় ইরতিজার আহমেদ। পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে ফাতেমা জাহান মাইশা, দ্বিতীয় সাবাতুন জান্নাত এবং তৃতীয় ফারিহা রহমান নুহা। ষষ্ঠ শ্রেণীতে প্রথম হয় মিয়াদ হাসান,দ্বিতীয় মেরাজ রহমান এবং তৃতীয় হয় হুসাইন হামজা।
|আরো খবর
অন্যদের মধ্যে সপ্তম শ্রেণীতে প্রথম হয়েছে মেহরীন আহমেদ মম, দ্বিতীয় মুহাম্মদ মাহিন মুস্তাকিম এবং তৃতীয় মুহাম্মদ ইকবাল ইশায়াত আহমেদ। অষ্টম শ্রেণীতে প্রথম হয় জান্নাতুল ফেরদৌস, দ্বিতীয় এহোসান মীর এবং তৃতীয় মুহাম্মদ মাহজাবীন মালিহা। এছাড়া নবম শ্রেণীতে প্রথম হয় ইরাম, দ্বিতীয় সাজ্জাদ এবং তৃতীয় উজফুরুল জান্নাত। বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সাধারণ সম্পাদক ও প্রশাসক সঞ্জয় কুমার সাহা, এসময় স্কুলের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়া সাংবাদিকগণ। স্কুলের চেয়ারম্যান ইকরাম ফরাজী স্কুলের সকল ছাত্র/ছাত্রীদের অভাবনীয় শতভাগ সফলতায় আনন্দ প্রকাশ করে মহান আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। তিনি এক ভিডিও বার্তায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবারের মত স্কুলের সকল পরীক্ষায় ও কেমব্রিজ পরীক্ষায় ভবিষ্যতে মেধার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আগামী পথচলায় সকলের সহযোগিতা কামনা করেন। পরে স্কুলের সেক্রেটারী ও এডমিনিস্ট্রেটর সঞ্জয় কুমার সাহা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের মাঝে পরীক্ষার নম্বরপত্র বিতরণ করা হয়। উল্লেখ্য,এটি রোমের অনেক খ্যাতনামা স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশি। এটি সর্বজনের প্রিয় স্কুল এন্ড কলেজ। এখানে বাংলাদেশি,ভারত,পাকিস্তানিসহ অন্যান্য দেশের অভিবাসীরা পড়তে আসেন। প্রতিষ্ঠানটি বেশ সুনামের সাথে তাদের শিক্ষা
কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং একদল দক্ষ শিক্ষকদের দ্বরা পরিচালিত।