মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৮:২৯

চলাচলের রাস্তায় যখন কাঁটাতারের বেড়া!

অনলাইন ডেস্ক
চলাচলের রাস্তায় যখন কাঁটাতারের বেড়া!

গতকাল চাঁদপুর কণ্ঠের প্রিন্ট ও অনলাইন ভার্সনে ‘শাহরাস্তিতে চলাচলের রাস্তায় বেড়া, ৩০ পরিবার অবরুদ্ধ’ শিরোনামের সংবাদটি ছিলো একটি আলোচিত সংবাদ। সংবাদটিতে লিখা হয়েছে, শাহরাস্তিতে জমি নিয়ে বিরোধের জেরে চলাচলের রাস্তায় জোর করে কাঁটাতারের বেড়া দিয়েছে প্রতিপক্ষ। এতে প্রায় ৩০টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা এক সপ্তাহ থেকে বন্ধ হয়ে আছে। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর পশ্চিমপাড়া ছাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে শাহ আলম ও জিয়াউল হক নামে দুজন প্রতিপক্ষ মাকসুদা বেগম ও শানুরা আক্তারের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) শাহরাস্তি বরাবরে সমাধান চেয়ে ৬ নভেম্বর লিখিত আবেদন করেন। ভুক্তভোগী সফিকুল আলম জানান, আমরা প্রায় ৫০ বছর ধরে ৩০টি পরিবার একই বড়িতে বসবাস করে আসছি। হাঠাৎ প্রতিবেশী মাকসুদা বেগম ও তার পরিবারের লোকজন পথটি বন্ধ করে দেয়ায় আমরা আমাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে পারছি না ও অসুস্থ হয়ে আছে এমন লোকদের হসপিটালে নিয়ে যেতে পারছি না। এ বিষয়ে অভিযোগ দিলেও এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আরেক ভুক্তভোগী রশিদা বেগম জানান, প্রতিপক্ষ মাকসুদা বেগম আমাদের ক্রয়কৃত সম্পত্তি জোর করে দখলে নিয়ে আমাদের বাড়ির চলাচলের একমাত্র রাস্তা গত এক সপ্তাহ থেকে বন্ধ করে রাখায় আমরা অবরুদ্ধ হয়ে আছি। আমাদের সকল কাজকর্ম বন্ধ হয়ে আছে, আমরা এর থেকে পরিত্রাণ চাই। অভিযুক্ত মাকসুদা বেগমের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আমাদের বিশ্বাস, শাহরাস্তির সহকারী কমিশনার (ভূমি) নরিংপুর গ্রামে ৫০ বছরের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে ৩০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় কার্যকর পদক্ষেপ নেবেন। কে কার জায়গা কিনলো, কে দখল করলো, সেটা নয়, কারা কারা চলাচলের রাস্তা কতোদিন ব্যবহার করছে, সেটা কিন্তু অনেক বড়ো কথা। কারণ, দেশের প্রচলিত আইনে ‘ইজমেন্ট রাইট’ বলে একটা কথা আছে।

ইজমেন্ট রাইট হলো অন্য কারো জমি বা সম্পত্তি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করার আইনি অধিকার, যা জমির মালিকানা হস্তান্তর না করেই দেয়া হয়। এটি একটি জমির মালিককে অন্য জমির উপর দিয়ে যাতায়াত, আলো-বাতাস বা অন্য কোনো নির্দিষ্ট সুবিধা ভোগ করার সুযোগ দেয়। এই অধিকারটি জমি বিক্রির মতো মালিকানা হস্তান্তর করে না, বরং এটি শুধুমাত্র ব্যবহারের অনুমতি দেয়। ইজমেন্ট রাইটের একটি সাধারণ উদাহরণ হলো, পথাধিকার, যেখানে একজন ব্যক্তি নিজের জমিতে সহজে যাওয়ার জন্যে অন্যের জমির ওপর দিয়ে যাওয়ার অধিকার পান। আমরা মনে করি, সহকারী কমিশনার (ভূমি) নরিংপুরে ইজমেন্ট রাইটের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা সমাধানের ব্যাপারে আইনি পদক্ষেপ নেবেন। সকল কিছুর ঊর্ধ্বে অবরুদ্ধ ৩০টি পরিবারের মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে মানবিক উদ্যোগ নেবেন। এ ব্যাপারে জেলা ও উপজেলা পর্যায়ে বিদ্যমান কোনো মানবাধিকার সংগঠনকে সরব হতে হবে, যাতে ৫০ বছরের চলাচলের রাস্তায় ভুক্তভোগী ৩০টি পরিবার কাঁটা তারের বেড়া অপসারণের মাধ্যমে আগের ন্যায় চলাচলের সুবিধা পায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়