প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৭
কেমন বাবা-মা?

চাঁদপুর কণ্ঠের অনলাইনে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশুর করুণ মৃত্যু হয়েছে। একই সঙ্গে মোটরাসাইকেল চালক শিশুটির প্রবাসফেরত পিতা, গৃহবধূ মাতাও জখম হয়েছেন। নিহত শিশুর নাম জান্নাতুল (১৫ মাস)। শিশুর পিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টায় রায়পুর বাসাবাড়ী থেকে হায়দরগঞ্জ সড়কের আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশুকে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মাহির হোসেন তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু সোনাপুর ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের জালাল উদ্দিন বেপারী বাড়ির প্রবাসফেরত শিপন হোসেনের একমাত্র মেয়ে। রাতে এশার নামাজের পর শিশু মিমকে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, প্রবাস ফেরত শিপন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে তার স্ত্রীর ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। এ সময় মোটরসাইকেলের সামনে বসে থাকা শিশু মিমও ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়। ওসি আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।
রায়পুর থানার ওসির এ বর্ণনায় স্তম্ভিত হতে হয়। ১৫ মাসের বাচ্চা মিমকে মোটরসাইকেলের সামনে বসিয়ে এবং বেসামাল ওড়নাধারী স্ত্রীকে পেছনে বসিয়ে প্রবাসফেরত শিপন হোসেনের আত্মীয়ের বাড়িতে রওনা হওয়াটাই অপরিণামদর্শীর মতো কাজ হয়েছে। শেষ পর্যন্ত মিমের গর্ভধারিণী মায়ের ওড়না চাকায় পেঁচিয়ে যে দুর্ঘটনা ঘটলো, তাতে মিমকেই বলি হতে হলো। এভাবে মেয়েদের ওড়না, বোরখার ঝুলন্ত অংশ চাকায় পেঁচিয়ে মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা ও ব্যাটারীচালিত অটোবাইক/ইজিবাইকে কতো মেয়ে/নারী যে প্রাণ হারাচ্ছে, তার হিসাব দেয়া কঠিন। রায়পুরে মায়ের ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে শিশু মিমের প্রাণ হারানোটা মর্মান্তিক। এ ঘটনায় বাবা-মায়ের দায়িত্বজ্ঞানহীনতা ও উদাসীনতাই প্রকটভাবে ফুটে উঠেছে। এ ঘটনা থেকে মোটরসাইকেলধারী অন্য সকল বাবা-মাকে সতর্ক হবার বিষয়টি গ্রহণ করতে হবে। তবেই এমন ঘটনার পুনরাবৃত্তি আর হবে না।