প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৮
রহস্যের দানা: দু'হাত বাঁধা অবস্থায় কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ!

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্তন খোলা এলাকায় রানা শেখের একতলা বাড়ির ছাদে পিছনে দু’হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
|আরো খবর
নিহত রফিক শেখ ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বাড়িতে অচেনা লোকজনের আসা-যাওয়া লক্ষ্য করেন রফিক শেখ। এরপর তিনি ঘরে না ফিরলে তার বড় মেয়ে খোঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির একতলা ছাদের পেছনে আমগাছের ডালে বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। এ সময় চিৎকার দিয়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, রফিক শেখকে হত্যা করে পরে তার মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। তবে এটি সাধারণ মৃত্যু নয়। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা নেব।”
ডিসিকে/এমজেডএইচ