প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫৯
শ্রীনগরে পাগলা কুকুরের তাণ্ডব: একদিনেই ২১ জনকে কামড়!

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সড়ক, রাস্তাঘাট ও বাজার এলাকায় কুকুরের উপদ্রব বেড়েই চলেছে। দল বেঁধে চলাফেরা করা এসব কুকুর প্রায়ই নিজেদের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়ে রাস্তায় দৌড়াদৌড়ি করে। এ সময় পথচারীরা সামনে পড়লে কুকুরগুলো তাদের আক্রমণ করে কামড়ে পালিয়ে যায়।
|আরো খবর
সম্প্রতি শ্রীনগরের বাঘরা বাজারে একটি কুকুর একই দিনে ২১ জনকে কামড়িয়েছে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আরএম ফার্মেসির স্বত্বাধিকারী ও পল্লী চিকিৎসক অসীম কুমার দাস জানান, আক্রান্তদের মধ্যে একজন মানসিক প্রতিবন্ধীও রয়েছেন।

তিনি আরও জানান, স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে ওই মানসিক প্রতিবন্ধীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে ভ্যাকসিন দিতে তাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে।
অসীম কুমার দাস বলেন, কুকুর একটি গৃহপালিত প্রাণী হলেও অনেক সময় এরা জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়। তাই কুকুরের মালিকদের উচিত তাদের নিয়ন্ত্রণে রেখে লালন-পালন করা এবং প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শক্রমে ভ্যাকসিন দেওয়া। এতে প্রাণী যেমন নিরাপদ থাকবে, তেমনি মানুষও কুকুরের কামড় থেকে রক্ষা পাবে।

তিনি কুকুর হত্যার পক্ষে নন, তবে মানুষের জীবন রক্ষার্থে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন।
এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। বেওয়ারিশ কুকুরের ভয়ে বাজার ও পথচারীদের চলাফেরায় শঙ্কা তৈরি হয়েছে। শ্রীনগরের সাধারণ মানুষ কুকুর নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।
ডিসিকে/এমজেডএইচ