বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৮:৪৬

শুভ’র জন্যে শুভ কামনা

অনলাইন ডেস্ক
শুভ’র জন্যে শুভ কামনা

গতানুগতিক সংবাদ পরিবেশনের বিপরীতে ফরিদগঞ্জে কর্মরত চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি শামীম হাসান গতকাল চাঁদপুর কণ্ঠে একটি আশাজাগানিয়া সংবাদ পরিবেশন করেছেন। তাতে তিনি লিখেছেন, তথ্যপ্রযুক্তির দ্রুত পরিবর্তনশীল এ যুগে মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি ডিজিটাল দুনিয়ার অন্ধকারও ছড়িয়ে পড়ছে চারদিকে। প্রতিদিন ঘটছে ফেসবুক আইডি হ্যাক, বিকাশ-নগদ প্রতারণা, ব্যক্তিগত তথ্য চুরি কিংবা ওয়েবসাইট হ্যাকিংয়ের মতো ভয়াবহ ঘটনা। এই ভয়াল বাস্তবতায় একজন তরুণ নিরলস যোদ্ধার মতো মানুষের পাশে দাঁড়িয়েছেন, তিনি ফরিদগঞ্জের কৃতী সন্তান, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মাহিন উল হাসান শুভ। শৈশব থেকেই প্রযুক্তি ছিলো তার কৌতূহলের জগৎ। সেই কৌতূহলকে মূলধন করে আজ তিনি হয়ে উঠেছেন দেশের তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। শিক্ষাজীবন শুরু ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে। নিজের অদম্য প্রচেষ্টা আর পরিশ্রমে তিনি অর্জন করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে অগণিত মানুষের আস্থা। বর্তমানে শুভ যুক্ত আছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাইবার প্ল্যাটফর্ম ‘সাইবার ডিফেন্স’ এবং প্রশাসনের সাইবার সিকিউরিটি ইউনিটে। ফেসবুক হ্যাক হোক, বিকাশ-নগদে প্রতারণা হোক কিংবা নিউজ পোর্টাল হ্যাকিং, মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসেন এই তরুণ।

শুভ জানান, সাইবার সিকিউরিটি কেবল পেশা নয়, মানুষের জন্যে দায়বদ্ধতা। প্রথমে শখের বসে শেখা শুরু করি, আজ সেটাই আমার পেশা। আমার স্বপ্ন, ফরিদগঞ্জসহ বাংলাদেশের তরুণরা যেন ডিজিটাল নিরাপত্তায় দক্ষ হয়ে নিজের ভাগ্য নিজের হাতে গড়ে নিতে পারে। কেউ শিখতে চাইলে আমি সবসময় পাশে থাকবো। তার কর্মযজ্ঞকে ঘিরে গর্বিত আজ পরিবার, বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা। অনেক তরুণ তার কাছে শিখতে আগ্রহী। তাদের কাছে তিনি যেন পথপ্রদর্শক। প্রযুক্তির অপব্যবহার যখন সমাজকে হুমকির মুখে ফেলছে, তখন মাহিন উল হাসান শুভ-এর মতো তরুণরা নিঃসন্দেহে এক অনন্য আলো। তিনি শুধু হ্যাকারদের আতঙ্ক নন, সাধারণ মানুষের আস্থার প্রতীকও বটে।

মাহিন উল হাসান শুভের জন্যে আমাদের অনেক শুভ কামনা। তিনি সাইবার সিকিউরিটি বিষয়ে তার অর্জিত দক্ষতা আগ্রহী তরুণ-যুবকদের কীভাবে শিখাতে পারেন এবং এ ব্যাপারে স্থানীয় উদ্যোক্তাদের কীভাবে সহযোগিতা করতে পারেন, সে ব্যাপারে তাকে ভাবতে হবে। কেননা দেশের নাগরিকদের অনেক ক্ষেত্রে সিকিউরিটি বা নিরাপত্তা নিশ্চিত করা গেলেও সাইবার সিকিউরিটি নিশ্চিত করা যায় নি। প্রতারক-হ্যাকারদের খপ্পরে পড়ে কতো নাগরিক যে প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার ইয়ত্তা নেই। এ সিকিউরিটির ব্যাপারে ব্যক্তি-উদ্যোগ যেমন প্রয়োজন, তেমনি সরকারি উদ্যোগও সরকার। প্রতারক-হ্যাকারদের কবলে পড়ে কেউ কেউ অপরিসীম আর্থিক ক্ষতি ও সুনামহানির কবলে পড়ছে। এমতাবস্থায় ডিজিটাল হুমকির প্রেক্ষিতে সাইবার সিকিউরিটি বিষয়ে নানা সরকারি-বেসরকারি উদ্যোগ অতীব জরুরি হয়ে পড়েছে। এক্ষেত্রে ফরিদগঞ্জের শুভ আলোর শিখা হয়ে জ্বলুক এবং সাইবার সিকিউরিটির বিষয়ে ক্ষতিগ্রস্ত-অগ্রতিগ্রস্ত সবাই তাগিদ অনুভব করুক-সেটা আমরা চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়