শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০১:২২

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রায়পুরের ৪ জেলে আইসিইউতে

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রায়পুরের ৪ জেলে আইসিইউতে

লক্ষ্মীপুরের রামগতির মেঘনায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় রায়পুরের চার জেলে দগ্ধ হয়েছেন। পরে গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

|আরো খবর

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে দগ্ধদের নোয়াখালী থেকে জরুরি বিভাগে আনা হয়। দগ্ধরা হলেন—রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউপির চরকাছিয়া গ্রামের লোকমান মাঝির ট্রলারের জেলে আমজাদ (৫০), যার শরীরের ৬৬ শতাংশ দগ্ধ; ফারুক (৪০), শরীরের ৪৫ শতাংশ দগ্ধ; আব্দুল খায়ের (৩২), শরীরের ৩৫ শতাংশ দগ্ধ এবং গনি খাঁ (৫০), শরীরের ৪০ শতাংশ দগ্ধ। গুরুতর অবস্থায় চারজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ আগস্ট রামগতিতে বয়ারচর ব্রীজ এলাকায় ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারে দুপুরের খাবার রান্না করা হচ্ছিল। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রায়পুরের উত্তর চরবংশী ইউপির ৪ জেলে দগ্ধ হয়। আহতদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে পাঠানো হয়।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়