প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:৫২
রাতের আঁধারে পল্লবীতে বাসে আগুন!
মুখোশধারী দুর্বৃত্তদের হাতে পুড়লো বাস, নেপথ্যে কারা?

শনিবার, ১৯ জুলাই ২০২৫ রাত প্রায় ৮টা-এর দিকে রাজধানীর পল্লবীর সিরামিক রোডে গুরুত্ববহ ঘটনা ঘটে—পলিমার্কেটের পাশে পার্কিং করা বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিউল আলম। কোনো যাত্রী না থাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
|আরো খবর
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত পৌঁছে ছাই করা আগুন নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান বলেন, "প্রাথমিকভাবে এটি একটি নাশকতার ঘটনা” হিসেবে ধারণা করা হচ্ছে ।
পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের পাশাপাশি তদন্ত শুরু করেছে। ওসি শফিউল আলম জানান, তারা সিসিটিভি ভিডিও বিশ্লেষণ করে দুর্বৃত্তদের চিহ্নিত করতে কাজ করছে।
বাসটি ছিল পার্কিং অবস্থায়; এতে কোনো যাত্রী না থাকার ফলে হতাহতের কোন খবর নেই—ওসি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত হয়েছে ।
প্রতিনিধিদের মাধ্যমে জানা যায়, আগুন লাগার পর বাসটি দ্রুত ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০–৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ।
এই ঘটনার প্রেক্ষাপটে রাজনৈতিক বা অপরাধমূলক তত্ত্ব খতিয়ে দেখছে পুলিশ, যদিও কোনো দল বা সংগঠন এখন পর্যন্ত ঘটনাটির দায় স্বীকার করেনি। তদন্ত চলছে ।
সাধারণ মানুষের নিরাপত্তা ও শহরের আইনশৃঙ্খলা শক্তিশালী হওয়ার গুরুত্বের ওপর জোর দিয়ে পুলিশ ঘোষণা করেছে—"কে বা কারা আগুন দিয়েছে, এবিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে" ।
অনেকটা অবরুদ্ধ বাজারে এই ধরনের ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাই পুলিশ ও ফায়ার সার্ভিসের সুষ্ঠু ও ত্বরিত পদক্ষেপ প্রশংসনীয় বলেই মনে করছেন প্রতিবেশিরা।
ডিসিকে/এমজেডএইচ