প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৩২
কুমিল্লার প্রসিদ্ধ শিব বস্ত্রালয়ের স্বত্বাধিকারীর শ্রাদ্ধশান্তি
অনলাইন ডেস্ক

কুমিল্লার প্রসিদ্ধ শিব বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দীপক কুমার সাহার শ্রাদ্ধশান্তি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে নগরীর লাকসাম রোডস্থ দেশপ্রিয় কনভেনশন সেন্টারে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন তার পরিবারবর্গ ও আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য যে, শিব বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দীপক কুমার সাহা গত ২ মে ২০২৫ (শনিবার) ইহজগতের মায়ামমতা ত্যাগ করে পরলোকগমন করেন (দিব্যান্ লোকান্ স্ব গচ্ছুত)। মৃত্যুকালে তিনি সন্তানসন্তুতি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।