প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৯:০১
মায়ের খুনি ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুর শহরের ৫ নম্বর রেলওয়ে ঘাট এলাকায় মা জায়েদা বেগম (৪৫)কে ইট ও দা দিয়ে আঘাত করে হত্যার দায়ে খুনি ছেলে শরীফ বেপারী (৩২)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৪ মে ২০২৫) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার এই রায় দেন। আসামির উপস্থিতিতে এ রায় দেয়া হয়। খুন হওয়া জায়েদা বেগম ৫নং রেলওয়ে ঘাট এলাকার আরব আলী বেপারীর স্ত্রী এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শরীফ তার বড় ছেলে। তারা রেলওয়ে ঘাট এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন এবং তাদের স্থায়ী ঠিকানা সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসদী গ্রামের বেপারী বাড়ি।
|আরো খবর
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ তদন্ত শেষে ওই বছরের ১০ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন। মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনুর বেগম বলেন, মামলাটি প্রায় ৮ বছর চলমান অবস্থায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। সাক্ষ্য গ্রহণ, আসামীর অপরাধ স্বীকার এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন। রায়ের সময় আসামী উপস্থিত ছিলেন। সরকার কর্তৃক নিযুক্ত আসামী পক্ষের আইনজীবী ছিলেন শফিকুল ইসলাম ভূঁইয়া