বুধবার, ১৪ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৪ মে ২০২৫, ১৬:৪৬

কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কচুয়ায়  পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. নাছির উদ্দিন

কচুয়ায় পানিতে ডুবে আবু বকর নামের ৪ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ মে ২০২৫) দুপুরে সহদেবপুর পশ্চিম ইউনিয়নের নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বকর নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রবিউল ইসলামের ছেলে।

শিক্ষক রবিউল ইসলামের গ্রামের বাড়ি রংপুর সদরে। তাঁর দুজন পুত্র সন্তান। নিহত আবু বকর ছিলো ছোট। তিনি নন্দনপুর গ্রামের ডেঙ্গুর বাড়িতে দুলালের বাসায় ভাড়া থাকেন।

জানা গেছে, বুধবার দুপুরে শিশু আবু বকর অন্য শিশুদের সাথে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে বাড়ির লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠতে দেখে তাকে উদ্ধার করে। পরে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়