প্রকাশ : ১৪ মে ২০২৫, ২২:০৫
ফরিদগঞ্জে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক

ফরিদগঞ্জে দেড় কেজি গাঁজাসহ মো. তৌফিক মৃধা নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ মে ২০২৫) বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জৌলুস খাঁর ব্রিজ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
|আরো খবর
জানা গেছে, মাদক বিরোধী বিশেষ অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী তথা যৌথবাহিনী বুুধবার (১৪ মে ২০২৫) বিকেলে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের জৌলুস খাঁর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে উক্ত গ্রামের প্রয়াত বশু মৃধার ছেলে মো. তৌফিক মৃধাকে প্রায় দেড় কেজি গাঁজাসহ আটক করে। এরপর তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহআলম জানান, দেড় কেজি গাঁজাসহ আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।