প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩১
চাঁদপুরের পুলিশ সুপার মহোদয় ও কিছু কথা

মানব সভ্যতার ক্রমবিকাশে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হিসেবে কাজ করছে । শিক্ষার আলো বিশ্বময় অচলায়তনের অঁাধার থেকে উত্তরণের অন্যতম নিয়ামক শক্তি। শিক্ষালাভের মধ্য দিয়ে জ্ঞানার্জনের প্রাতিষ্ঠানিক বুনিয়াদ হিসেবে বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য । আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা হতে আজ অবধি সেই শিক্ষার আলো ছড়াতে কতোটুকু ভূমিকা রেখে চলছে তা বিদ্যালয়ের সুশিক্ষিত, মার্জিত, শিল্পবোধ ও মানবিক নান্দনিকতার স্রোতধারায় বিকশিত শত প্রাক্তনের জীবনাচরণই সাজন্ত বলে প্রতীয়মান ও বিদ্যালয়ের প্রাক্তনেরা তাদের শিক্ষা অর্জনের শেকড় অন্বেষী আনন্দ পথযাত্রায় স্মৃতির মোহনায় দঁাড়িয়ে স্মরণ করেছে ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে তাদের প্রিয় আমিরাবাদ গোলাম কিবরিয়া উচ্চ বিদ্যালয়কে।
কথাগুলো আমার নয়। স্কুলের প্রাক্তনী পুনর্মিলনীর স্মারকগ্রন্থ ‘প্রিয়প্রাঙ্গণে’ পুলিশ সুপার মহোদয়ের জ্ঞানগর্ভ কথামালার শিল্পিত শুভেচ্ছা বার্তা। এই পুনর্মিলনী অনুষ্ঠানে অভ্যাগত বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন চঁাদপুর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়।
শুভেচ্ছা বাণীর প্রতিটি বাক্য যেন ওজোগুণ সমৃদ্ধ শিক্ষা দানের অমিয় বার্তা, যা পাঠে যে কোনো শিক্ষানুরাগীর চিত্তকে নাড়া দিতে বাধ্য। অনুষ্ঠানের এক পর্যায়ে পুলিশ সুপার মহোদয়কে আমার সম্পাদনায় স্কুলের প্রাক্তনী পুনর্মিলনী স্মারকগ্রন্থ ‘প্রিয়প্রাঙ্গণ’ তঁার হাতে তুলে দিতে গেলে সে স্মারকগ্রন্থটি হাতে নিয়ে কিছুক্ষণ কৌতূহলদীপ্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, চমৎকার প্রছদ হয়েছে। মুখের হাসির মাঝে ভালোলাগার প্রতিফলন। নান্দনিক সৃজন সৃষ্টিশীলতার মূল্য নন্দিতজনেরাই বুঝতে পারেন।
কিছুক্ষণ আলোচনা করলেন। একজন পুলিশ অফিসার কতোটা বিনয়ী, সদালাপী ও অমায়িক হতে পারে তার ভেতরে এবং বাহ্যত সেটি স্পষ্ট ও বাংলাদেশ পুলিশের নানা দুর্নাম শুনতে শুনতে যখন অতিষ্ঠ, ঠিক তখন এমন একজন পুলিশ সুপার চঁাদপুর জেলার সেবাব্রত দায়িত্বে রয়েছেন ভেবে সম্মানের সাথে স্যালুট জানাতে মন চাচ্ছে ও যতটুকু সময় আলাপ আলোচনা হয়েছে তাতে আমি নিশ্চিত সুশিক্ষার আলো তার সেবাব্রত মানসিকতার সাথে ইতিবাচকভাবেই পরিপূরক ও সরকারি কর্মকমিশন পুলিশ ক্যাডারে একজন যোগ্য প্রার্থী নির্বাচন করতে ভুল করেনি।
যাহোক, কথা শেষ করেও যেন শেষ হচ্ছে না। মানুষটার হাতে নিজের লেখা বই ও সম্পাদিত স্মারকগ্রন্থ তুলে দিয়ে একটু স্তূতি শোনা সৌভাগ্য বলেই মনে হয়েছে। দেশে থাকা না হলেও দূর প্রবাস থেকে এমন সন্তানদের কৃতিত্বগাথা চিত্তে আনন্দ দেয়। ভালো থাকবেন মাননীয় পুলিশ সুপার মহোদয় ও স্মারকগ্রন্থে আপনার শুভেচ্ছা বার্তার তাৎপর্য ও মহিমা বোঝার শক্তি আমিরাবাদ জিকে হাইস্কুলের প্রতিটি বর্তমান ও প্রাক্তনের শিক্ষাদর্শন হিসেবে উজ্জীবিত থাকুক। আল্লাহ আপনার জীবনাচরণে সত্য ও সুন্দরের মহিমা দানে আরো উদার হোক।
ড. আব্দুস সাত্তার : লেখক ও সাংবাদিক, ওয়াশিংটন ডিসি। রচনাকাল : ২২ এপ্রিল ২০২৫।