প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৩:১১
সরকারি জায়গায় দখলদারিত্ব : নিয়মিত উচ্ছেদ দরকার

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করা হচ্ছে--এমন সংবাদ জানতে পেরে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দেন। জানা যায়, চাঁদপুর গ্রামের বেপারী বাড়ির (বাঁশতলী) মহিলা মাদ্রাসার সামনে সরকারি জায়গায় দোকান নির্মাণ কাজ করা হচ্ছে এমন খবর পেয়ে সরজমিনে গিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দেন। পরে দখলদাররা পুনরায় কাজ শুরু করেন বলে জানা যায়।এলাকার শাহাদাত বেপারী ও নাহিদ বেপারী দোকান নির্মাণ কাজ করেন বলে স্থানীয়রা জানান। গত বছর এ দোকান পাকা করতে গেলে ইউনিয়ন ভূমি কর্মকর্তা কাজ বন্ধ করে দেয়াসহ দেয়াল ভেঙ্গে দেন। এমনকি সরকারি জায়গায় দোকান নির্মাণ করায় মডেল থানা পুলিশ দখলবাজ শাহাদাত বেপারীকে খুঁজতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাদাত বেপারী পালিয়ে যায়। এখন আবার শাহাদাত বেপারী গত ৩/৪ দিন ধরে মাটি ফেলে বাউন্ডারি দেয়াল নির্মাণ করার কাজ করে আসছে। মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) দুপুরে কাজ বন্ধ করে দিলেও তিনি প্রভাব বিস্তার করে দোকান নির্মাণ কাজ করে আসছেন। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ কাজ করার কথা শুনে সেখানে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। পুনরায় যদি কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সরকারি জায়গা দখলে প্রভাব খাটানো, দৌরাত্ম্য প্রদর্শনের ক্ষেত্রে আমাদের সমাজে বাগাদীর শাহাদাত বেপারীর মতো অসংখ্য লোক আছে। এদের ধরা গেলেও ধরা যায় না। যারা ধরবে তাদেরকে ম্যানেজ করতে ওরা ওস্তাদ। উচ্ছেদ অভিযান যেহেতু নিয়মিত হয় না, সেহেতু ওরা দখলদারিত্বে প্রশ্রয় অনুভব করে, এমনকি উচ্ছেদ অভিযানের খবর পেলে সেটা ঠেকিয়ে দিতে তদবির করে। সরকারি জায়গা সেটা যে বিভাগেরই হোক, খালি থাকলেই সেটা দখল হবেই। কিন্তু সেখান থেকে দখলদারদের উচ্ছেদ করতে যে সাঁড়াশি অভিযান দরকার, সেটা কালেভদ্রে হয়, নিয়মিত হয় না। আবার একদিকে উচ্ছেদ, অন্যদিকে দখল চলে। এমতাবস্থায় উচ্ছেদ অভিযানের অগ্রবর্তী দল পেছন ফিরে তাকাবার সময় পায় না কিংবা সময় পেলেও প্রচ্ছন্ন বাধার সম্মুখীন হয়। বাংলাদেশে উচ্ছেদ অভিযানের নামে প্রহসন করবার মহড়ায় কিছু সরকারি প্রতিষ্ঠান আছে, তার মধ্যে রেলওয়ের নাম অন্তত চাঁদপুরের প্রেক্ষাপটে উল্লেখ করতেই হয়। সে যা-ই হোক, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযানের বিকল্প নেই।