প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:৫৮
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস
১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
২৭। যাহারা মন্দ কাজ করে তাহাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাহাদিগকে হীনতা আচ্ছন্ন করিবে; আল্লাহ্ হইতে উহাদিগকে রক্ষা করিবার কেহ নাই; উহাদের মুখমণ্ডল যেন রাত্রির অন্ধকার আস্তরণে আচ্ছাদিত। উহারা অগ্নির অধিবাসী, সেথায় উহারা স্থায়ী হইবে।