রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯

ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে

অনলাইন ডেস্ক
ইফতার সামগ্রী বিতরণ প্রসঙ্গে

পবিত্র রমজান মাস উপলক্ষে হতদরিদ্রদের মাঝে কচুয়ার বিশিষ্ট সমাজসেবক বিতারা ইউনিয়নের সরাইলকান্দি গ্রামের কৃতী সন্তান রফিকুল ইসলাম রনির অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর রফিকুল ইসলাম রনির অর্থায়নে স্থানীয় জাগ্রত তরুণ যুব ও জনকল্যাণ সংস্থার আয়োজনে উপজেলার রহিমানগর, কচুয়া পৌরসভা ও সাচার এলাকার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী খেজুর, ছোলা, তৈল, চিনি, মুড়ি, শরবতের মালামাল ও টি- শার্ট বিতরণ করা হয়।

এদিকে হাজী লোকমান পাবলিক স্কুল ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার উদ্যোগে গরীব ও অসহায় প্রায় ২শ’ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন টাওয়ারের হলরুমে পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে ইফতার সামগ্রীগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

কচুয়ায় রফিকুল ইসলাম রনি ও চাঁদপুর সদরে মোহাম্মদ রোকনুজ্জামান রোকন পবিত্র রমজান শুরুর ২-৩ দিন আগে ইফতার সামগ্রী বিতরণের যে কাজটি করেছেন, সেটি যথার্থ সময়ে করেছেন। এই দুজনের বদান্যতার বিষয়টি চাঁদপুর কণ্ঠে সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে। আর যারা সংবাদের উপজীব্য না হয়ে অর্থাৎ প্রচারে না গিয়ে এমন বদান্যতা সম্পন্ন করেছেন, তাঁরা অবশ্যই যথাসময়ে ভালো কাজ করেছেন। তাঁরা রমজান শুরুর আগে ইফতার সামগ্রী বিতরণের কাজটি সম্পন্ন করেছেন। আজ/কালের মধ্যে আরো অনেকেই এমন কাজ করবেন বলে আশা রাখি। আবার অনেকে রমজান শুরুর পরও এই কাজটি করবেন। এঁদের মধ্যে যাঁরা রমজান শুরুর আগে কাজটি করেছেন, তাঁরা রমজান শুরুর পর কাজটি সম্পন্নকারীদের চেয়ে সময়-জ্ঞান ও সওয়াবের দিক থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবেন।

তিক্ত হলেও উল্লেখ করতে হয় যে, জনকল্যাণ, সমাজসেবা, দান-সদকা প্রদান সহ যে কোনো ভালো কাজ যথাসময়ে সম্পাদনের মধ্যে বাড়তি উপকারিতা আছে। এটা আমাদের দেশে সরকারের কোনো কোনো কর্তাব্যক্তি এবং অনেক সমাজসেবক বুঝেও না বোঝার ভান করেন। এমন ব্যক্তিরা শীতার্তদের মাঝে কখনোই শীত শুরুর আগে কম্বল বা শীতবস্ত্র বিতরণ করার সময় বের করতে পারেন না। শীতের মাঝামাঝিও নয়, শীতের বিদায়কালেই এরা কম্বল বিতরণ করেন এবং মিডিয়া কাভারেজও নেন। এর বিপরীতে যাঁরা সময়-জ্ঞান রক্ষা করে কাজ করেন, তাঁরা নিশ্চয়ই অগ্রণী। বদান্যতার যে কোনো কাজে এমন অগ্রণী হতেই সবার চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়