প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩১
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস
১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
১৩। তোমাদের পূর্বে বহু মানবগোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি যখন তাহারা সীমা অতিক্রম করিয়াছিল। স্পষ্ট নিদর্শনসহ তাহাদের নিকট তাহাদের রাসূল আসিয়াছিল, কিন্তু তাহারা ঈমান আনিবার জন্য প্রস্তুত ছিল না। এইভাবে আমি অপরাধী সম্প্রদায়কে প্রতিফল দিয়া থাকি।