সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১৩

মাদক ব্যবসা যখন পরিবারের পেশা হয়ে দাঁড়ায়!

অনলাইন ডেস্ক
মাদক ব্যবসা যখন পরিবারের পেশা হয়ে দাঁড়ায়!

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন থেকে মাদক ব্যবসায় সংশ্লিষ্টতার কারণে পিতা-পুত্রকে আটকের ঘটনায় যেমন সচেতন মহল আলোড়িত হয়েছে, তেমনই হাজীগঞ্জে একই কারণে ভাই-বোনের আটকের ঘটনায় আলোড়িত হয়েছে। গতকাল চাঁদপুর কণ্ঠে ‘হাজীগঞ্জে ভাই-বোনসহ ৫ মাদক কারবারি আটক’ শিরোনামের সংবাদে লিখা হয়েছে, হাজীগঞ্জের চিহ্নিত নারী মাদক কারবারি পলি বেগম (২৮) ও তার ভাই বোনসহ ৫ মাদককারবারীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), আব্দুল কাদেরের ছেলে আইয়ূব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন (২৫)কে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের বাড়ি হতে ৩৯০ পিচ ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিরা সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, এমনকি কোস্ট গার্ডের হাতেও বেশি ধরা পড়ছে। যদিও বেশি ধরা পড়ার কথা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে। অথচ সেটি দেখা যায় না। এর কারণ রহস্যজনক ও অজুহাতপূর্ণ। এমন বাস্তবতাতেই মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। এসব অভিযানে মাদক সংশ্লিষ্টতায় কতোজন আটক হলো, কী পরিমাণ মাদক উদ্ধার হলো, সেটির চেয়ে মাদক কারবারির অভিনব কৌশল, দুঃসাহসিকতা এবং মাদক কারবারির পারস্পরিক সম্পর্কটা বেশি আলোচনায় আসে কিংবা আলোড়ন তোলে। তেমনই একটি আলোড়ন-তোড়া ঘটনা হচ্ছে, মাদক সংশ্লিষ্টতায় পিতা-পুত্র কিংবা ভাই-বোনের আটক হওয়া। শনিবার হাজীগঞ্জে মাদক সংশ্লিষ্টতায় ভাই-বোনের আটক হওয়ার মধ্য দিয়ে আন্দাজ করা যায়, বিপথগামিতা কতোটা ভয়ানক পর্যায়ে গেলে মাদক ব্যবসা একটি পরিবারের মূল পেশা হয়ে দাঁড়ায়। এই চিত্র নিঃসন্দেহে ভয়াবহ এবং ওই পরিবারের বর্তমান ও পরবর্তী প্রজন্মের জন্যে অনেক দুর্ভাগ্যজনক। সেজন্যে মাদক সংশ্লিষ্টতায় একই পরিবারের আটক সদস্যদের কারাগারে অপরাধ সংশোধন সংক্রান্ত কাউন্সেলিংয়ের আওতায় আনা যায় কিনা সেটি ভেবে দেখতে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি। একই সাথে বিশ্বের কিছু দেশের ন্যায় কারাগারে আটক সকলকে অপরাধ সংশোধন কার্যক্রমের আওতায় ঢালাওভাবে আনা যায় কিনা সেটা ভেবে দেখতে সরকারের নীতি নির্ধারক মহলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়