প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৬
হেরার আলো
অনলাইন ডেস্ক
১০-সূরা ইউনুস ১০৯ আয়াত, ১১ রুকু, ‘মক্কী’
৫। তিনিই সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করিয়াছেন এবং উহার মন্যিল নির্দিষ্ট করিয়াছেন যাহাতে তোমরা বৎসর গণনা ও সময়ের হিসাব জানিতে পার। আল্লাহ্ ইহা নিরর্থক সৃষ্টি করেন নাই। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন।