রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪৬

নারায়ণপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

নিজস্ব প্রতিনিধি
নারায়ণপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ আরিফ বিল্লাহ (দৈনিক চাঁদপুর কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোজাম্মেল প্রধান হাসিব (দৈনিক মানবকণ্ঠ)।

এর আগে নারায়ণপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি এম. রেজোয়ান বাদলের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লোকমান হোসেন হাবিব, ডা. ওমর ফারুক শাহীন, প্রেসক্লাব সদস্য মুহাম্মদ আরিফ বিল্লাহ, আরিফুল ইসলাম শান্ত ও মোজাম্মেল প্রধান হাসিব। সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিঞার প্রস্তাব এবং উপস্থিত সকলের সমর্থনে ডা. ওমর ফারুক শাহীন ও মো. হাসান বেপারীকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য হিসেবে অনুমোদন করা হয়।

পরে উপস্থিত সকল সদস্যের মতামতের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক। এ সময় উপস্থিত সকল সদস্য সমর্থন জানালে সাধারণ সভায় ২০২৫ সালের কমিটি অনুমোদন করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেয়া হয়েছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়