প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১
শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
![শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা](/assets/news_photos/2025/02/11/image-58824-1739218567bdjournal.jpg)
শ্রীনগর, মুন্সিগঞ্জ – ১০ ফেব্রুয়ারি ২০২৫:মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ২০২৫-২৬ সালের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি আজ ঘোষণা করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ সম্পাদক নির্বাচন শেষে, আজ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।
|আরো খবর
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ আল-আমিন এবং সহ-সভাপতি হিসেবে ফরহাদ হোসেন জনি নির্বাচিত হয়েছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হোসেন পলাশ, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন তারিকুল ইসলাম। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মান্নান সিদ্দিকী।
এছাড়া, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, এবং কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ জাকির লস্কর ও আনোয়ার হোসেন।
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি শ্রীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোহাম্মদ জাকির লস্কর ও শেখ আসলাম অংশগ্রহণ করেন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুজনই সমানসংখ্যক ভোট পান। ফলে, নির্বাচনী ফলাফলের ভিত্তিতে নির্বাচন কমিশনার এ্যাডভোকেট জসিম মোল্লা ২০২৫ সালের জন্য শেখ আসলাম এবং ২০২৬ সালের জন্য মোহাম্মদ জাকির লস্করকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব অর্পণ করেন।
এ নির্বাচনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির লস্কর, সাবেক কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন জনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম এবং সাবেক কার্যকরী সদস্য আব্দুল মান্নান সিদ্দিকী।
নতুন কমিটি শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সকল সদস্যরা।
ডিসিকে/এমজেডএইচ