প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০
হেরার আলো
অনলাইন ডেস্ক
১২২। মু’মিনদের সকলের একসঙ্গে অভিযানে বাহির হওয়া সংগত নহে, উহাদের প্রত্যেক দলের এক অংশ বহির্গত হয় না কেন, যাহাতে তাহারা দীন সম্বন্ধে জ্ঞানানুশীলন করিতে পারে এবং উহাদের সম্প্রদায়কে সতর্ক করিতে পারে, যখন তাহারা তাহাদের নিকট ফিরিয়া আসিবে যাহাতে তাহারা সতর্ক হয়।