প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২৩:১৫
মুন্সিগঞ্জের শ্রীনগর বাঘরা ইউপির সাবেক সদস্য আব্দুল আজিজ খানের ইন্তেকাল
শোক সংবাদ
|আরো খবর
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল আজিজ খান আর নেই। গত ২১ জানুয়ারি বিকেল ৩টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আব্দুল আজিজ খান মরহুম কদম খানের জ্যেষ্ঠ পুত্র এবং পেশায় পশু চিকিৎসক রুবেল খানের পিতা। তিনি স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাকে শেষবারের মতো দেখতে স্থানীয়রা তার বাড়িতে ভিড় জমান। বাড়িতে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়।
ওই দিন রাত সাড়ে আটটায় বাঘরা আব্দুস সালাম খান গোরস্থানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে তাকে একই কবরস্থানে দাফন করা হয়।
আব্দুল আজিজ খান একজন সজ্জন ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও এলাকাবাসী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
ডিসিকে/এমজেডএইচ