বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০২:২৬

হাজীগঞ্জে পারিবারিক বিরোধে পিতার মর্মান্তিক মৃত্যু

হাজীগঞ্জের মর্মান্তিক ঘটনা

প্রতিবেদন: মো. জাকির হোসেন
হাজীগঞ্জের মর্মান্তিক ঘটনা
ছবি : প্রতীকী

চাঁদপুরের হাজীগঞ্জে ননদ-ভাবির ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ পিতা আকবর হোসেন (৬৫) পুত্রের আঘাতে মৃত্যুবরণ করেছেন। পারিবারিক কলহ থেকে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে, যা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে।

ঘটনার বিবরণ:গত সোমবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের বলিয়া বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, আকবর হোসেনের ছেলে ইউসুফের স্ত্রী শিউলির সঙ্গে তার বোন আকলিমার বাকবিতণ্ডা চলছিল। ঝগড়া হাতাহাতিতে রূপ নিলে আকবর হোসেন তা থামাতে এগিয়ে আসেন। এ সময় পুত্র ইউসুফ উত্তেজিত হয়ে পিতাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের পরিবারে শোকের মাতম:নিহতের মেয়ে আকলিমা বলেন, “বাবা আমাকে রক্ষা করতে এসে ভাইয়ের আঘাতে মারা গেলেন। আমরা কিছুই বুঝে ওঠার আগেই বাবা মাটিতে লুটিয়ে পড়েন।” আকবর হোসেন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসী গভীর শোকাহত।

স্থানীয়দের প্রতিক্রিয়া:এলাকার ইউপি সদস্য নেছার আহমেদ মিলন জানান, আকবর হোসেন অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। “ছেলে ও পুত্রবধূর ঝগড়ার মধ্যে পড়ে এভাবে তার মৃত্যু হবে, তা কল্পনাও করা যায় না,” বলেন তিনি।

পুলিশি তদন্ত ও ব্যবস্থা:ঘটনার পর স্থানীয়রা ইউসুফ ও তার স্ত্রী শিউলিকে ঘরে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, “আমরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছেলে ইউসুফ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অতীতের পারিবারিক কলহ:প্রতিবেশীরা জানিয়েছেন, আকবর হোসেনের পরিবারে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বিশেষ করে ননদ-ভাবির মধ্যে প্রায়ই তর্ক-বিতর্ক হতো। তবে এমন ভয়াবহ পরিণতির জন্য কেউ প্রস্তুত ছিল না।

অপরাধের শাস্তির দাবি:এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেষ কথা:বৃদ্ধ পিতার এই করুণ মৃত্যুর ঘটনায় একটি পরিবারের সম্পর্কের টানাপোড়েন এবং এর ভয়াবহ পরিণতি সবার সামনে উঠে এসেছে। পারিবারিক সম্পর্ক রক্ষায় সহমর্মিতা ও ধৈর্যের গুরুত্ব নতুন করে ভাবনার জায়গা করে দিচ্ছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়