রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪

কদমতলী উন্নয়ন ফোরামের শীতার্তদের মাঝে উষ্ণ কম্বল

মানবতার স্পর্শ

মো. জাকির হোসেন
মানবতার স্পর্শ

কদমতলী, ৩১ ডিসেম্বর: ষড়ঋতুর দেশ বাংলাদেশে শীতের প্রকোপে দিন দিন বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এই দুঃসময়ে কদমতলী উন্নয়ন ফোরামের মানবতার স্পর্শ শীতার্তদের হৃদয়ে ছুঁয়ে গেছে।

গতকাল সোমবার, ফোরামের উদ্যোগে ও ফোরামের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব নূরে আলম সিদ্দিকী বাবু মোল্লার আর্থিক সহায়তায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। ফোরামের আহ্বায়ক জনাব নুর মোহাম্মদ টিপু মোল্লা এই কর্মসূচির নেতৃত্ব দেন।

শীতের কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতেও মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। কম্বল গায়ে জড়িয়ে তারা বলেন, "এই শীতের মধ্যে কম্বল পেয়ে আমরা অনেক খুশি। কদমতলী উন্নয়ন ফোরামের এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ।"

কদমতলী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবতার সেবা চালিয়ে যাবে। ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হবে।

এই মহৎ কাজের জন্য জনাব নূরে আলম সিদ্দিকী বাবু মোল্লা এবং কদমতলী উন্নয়ন ফোরামের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়