সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:২৪

কদমতলী উন্নয়ন ফোরামের শীতার্তদের মাঝে উষ্ণ কম্বল

মানবতার স্পর্শ

মো. জাকির হোসেন
মানবতার স্পর্শ

কদমতলী, ৩১ ডিসেম্বর: ষড়ঋতুর দেশ বাংলাদেশে শীতের প্রকোপে দিন দিন বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে স্বল্প আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। এই দুঃসময়ে কদমতলী উন্নয়ন ফোরামের মানবতার স্পর্শ শীতার্তদের হৃদয়ে ছুঁয়ে গেছে।

গতকাল সোমবার, ফোরামের উদ্যোগে ও ফোরামের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য জনাব নূরে আলম সিদ্দিকী বাবু মোল্লার আর্থিক সহায়তায় শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। ফোরামের আহ্বায়ক জনাব নুর মোহাম্মদ টিপু মোল্লা এই কর্মসূচির নেতৃত্ব দেন।

শীতের কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতেও মানুষের মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি। কম্বল গায়ে জড়িয়ে তারা বলেন, "এই শীতের মধ্যে কম্বল পেয়ে আমরা অনেক খুশি। কদমতলী উন্নয়ন ফোরামের এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ।"

কদমতলী উন্নয়ন ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতেও এ ধরনের মানবতার সেবা চালিয়ে যাবে। ফোরামের সদস্যরা আশা প্রকাশ করেন, তাদের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা হবে।

এই মহৎ কাজের জন্য জনাব নূরে আলম সিদ্দিকী বাবু মোল্লা এবং কদমতলী উন্নয়ন ফোরামের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়