প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৩:১৯
রাতের আঁধারে কমলাপুর স্টেশনে অশ্লীলতার ছায়া
যাত্রীরা হতবাক
তদন্ত কমিটি গঠন
রাজধানীর ব্যস্ততম কমলাপুর রেলস্টেশনে শুক্রবার রাত আড়াইটার দিকে ঘটে এক নজিরবিহীন এবং বিব্রতকর ঘটনা। অনুসন্ধান কাউন্টারের উপরের স্ক্রিনে হঠাৎ করে অশ্লীল ভিডিও সম্প্রচার শুরু হলে পুরো স্টেশনজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
|আরো খবর
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিডিওটি স্ক্রিনে চালু হওয়ার পর স্টেশনে উপস্থিত লোকজন দ্রুত সেটি বন্ধ করার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরিস্থিতি সামাল দিতে না পেরে উত্তেজিত যাত্রীরা এক পর্যায়ে ইট ছুঁড়ে স্ক্রিনটি ভেঙে ফেলেন।
ঘটনার খবর পেয়ে রেল পুলিশের ঢাকা বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো স্মার্টফোন বা অন্য ডিভাইস ব্যবহার করে স্ক্রিনটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল।
রেলওয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, “এটি অত্যন্ত দুঃখজনক ও অস্বস্তিকর ঘটনা। আমরা এর সঙ্গে কারা জড়িত এবং কীভাবে এটি ঘটেছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছি। প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিও যাচাই করা হচ্ছে।”
ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেবে। একই সঙ্গে স্টেশনের প্রযুক্তিগত সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ঘটনার পর রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার ওপর জনমনে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্টেশনগুলোতে তথ্যপ্রযুক্তি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ঘটনাটি রেলওয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রতি এক ধরনের হুঁশিয়ারি হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।