শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩

সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ৩ ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত ২

মো: জাকির হোসেন
<strong> সিলেট-তামাবিল সড়কে দুর্ঘটনায় ৩ ছাত্রদল কর্মীর মৃত্যু, আহত ২ </strong>
ছবি : সংগৃহীত

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছাতক পৌর ছাত্রদলের তিন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান।

নিহতদের পরিচয়:

নিহতরা হলেন সুনামগঞ্জের ছাতক তাতীকোনা গ্রামের সৈয়দ মোখছেদ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুল আজিজ সায়েম (২১) এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া হাফিজুর রহমান (২০)। এরা সবাই ছাতক পৌর ছাত্রদলের কর্মী ছিলেন।

ঘটনার বিবরণ:

স্থানীয়রা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল কর্মী প্রাইভেটকারে জাফলং যাওয়ার পথে বাঘেরসড়ক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। পরে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। চালকসহ আরও দুইজন গুরুতর আহত হন।

পুলিশের বক্তব্য:

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, "আমরা নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আহতদের দ্রুত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।"

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়