বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ১৩:৪৯

পূর্বাচলে কলেজছাত্রীর পর মিলল সঙ্গে থাকা কাব্যর লাশ

মো: জাকির হোসেন
পূর্বাচলে কলেজছাত্রীর পর মিলল সঙ্গে থাকা কাব্যর লাশ
ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জের পূর্বাচলের লেক থেকে ভাষানটেক সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী সুজানা এবং তার বন্ধু সাইনুর রশীদ কাব্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাব্যের মরদেহ এবং তার মোটরসাইকেল উদ্ধার করে। এর আগে মঙ্গলবার সকালে এলাকাবাসী লেকের পানিতে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, সুজানা ও কাব্য গত ১৬ ডিসেম্বর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা লেকে পড়ে যান। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না।

সুজানার বাসা রাজধানীর কচুক্ষেতে। কাব্য তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে মোবাইল ফোনের সূত্র ধরে জানা যায়। ঘটনাস্থলে কাব্যের পরিবার উপস্থিত হয়ে মরদেহ শনাক্ত করে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, লেকের সংযোগ সড়কটি বিপজ্জনক এবং আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী সড়কটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, "প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।"

এ ঘটনায় শোকাহত উভয় পরিবারের সদস্যরা সঠিক তদন্ত এবং সড়ক নিরাপত্তার দাবি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়