প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৮
জাবির তাকিয়া তাসনিমের আত্মহত্যা: প্রেমিকের সঙ্গে মনোমালিন্যই কারণ?
সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩তম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তাকিয়া তাসনিম আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমেছে ক্যাম্পাসে। রোববার ভোররাতে তারামন বিবি হলে নিজের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
|আরো খবর
প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকিয়া এই পদক্ষেপ নিয়েছেন। ভিডিও কলে প্রেমিককে রেখেই তিনি এই মর্মান্তিক সিদ্ধান্ত নেন।
তাকিয়ার সহপাঠীরা জানিয়েছেন, তিনি তারামন বিবি হলের সপ্তম তলার ৭০০৫ নম্বর কক্ষে থাকতেন। প্রেমিকের সঙ্গে কথা কাটাকাটির পর তিনি নিজের কক্ষে আটকে পড়েন। বন্ধুরা দরজা ভেঙে ঢুকে তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন।
বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে তাকিয়াকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় জাবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমেছে। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা তাকিয়ার আত্মার শান্তি কামনা করেছেন।
বিস্তারিত আসছে...