বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০২:৪৫

উড়ন্ত টাকা ধরতে গিয়ে নদীতে পড়ল লঞ্চযাত্রী

মো: জাকির হোসেন
উড়ন্ত টাকা ধরতে গিয়ে নদীতে পড়ল লঞ্চযাত্রী
ছবি : সংগৃহীত

চাঁদপুর-ঢাকা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি ঈগল-৩ লঞ্চে মাসুমা আক্তার (৪২) নামে নারী বাতাসে উড়ে যাওয়া টাকা ধরতে গিয়ে পা পিছলে মেঘনা নদীতে পড়ে যায়। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নৌ পুলিশ এসে ওই নারীকে নদী থেকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া ওই নারী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সাচনমেঘ গ্রামের মো. বারাকাত উল্লাহর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল।

পুলিশ জানায়, এদিন সকাল সোয়া ৯টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ঈগল-৩। ওই লঞ্চেই ছিলেন যাত্রী মাসুমা আক্তার (৪০)। লঞ্চটি সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের আনন্দবাজার এলাকা অতিক্রম করার সময় ওই নারী তার ভেনেটি ব্যাগ থেকে টাকা বের করলে ওই টাকা বাতাসে উড়ে যায়। ওই সময় তিনি টাকা ধরতে গিয়ে পা পিছলে লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেন। নৌপুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে জীবিত উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম এস ইকবাল বলেন, উদ্ধার হওয়া ওই নারীকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তিনি স্বাভাবিক হলে তার স্বামীর মোবাইল নম্বরে বিষয়টি জানানো হয়। পরে ওই নারীর স্বামী বারাকাত উল্লাহ থানায় উপস্থিত হলে তার জিম্মায় তার স্ত্রীকে সুস্থ অবস্থায় বুঝিয়ে দেয়া হয়।

তথ্যসূত্র :চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়