প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৯
হেরার আলো
অনলাইন ডেস্ক

৬১। এবং উহাদের মধ্যে এমনও লোক আছে যাহারা নবীকে ক্লেশ দেয় এবং বলে, ‘সে তো কর্ণপাতকারী। বল, ‘তাহার কান তোমাদের জন্য যাহা মংগল তাহাই শুনে।’ সে আল্লাহে ঈমান আনে এবং মু’মিনদিগকে বিশ্বাস করে; তোমাদের মধ্যে যাহারা মু’মিন সে তাহাদের জন্য রহমত এবং যাহারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাহাদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি।