বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০৮:৪৬

এইদিনে

অনলাইন ডেস্ক
এইদিনে

১৯৯৯ সালের এইদিনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস রেডক্রিসেন্ট সোসাইটির রিলিফ ডেলিগেট আলন বিগল দৈনিক চাঁদপুর কণ্ঠ কার্যালয় পরিদর্শন করেন।

২০০৪ সালের এইদিনে চাঁদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকারিয়া চৌধুরী ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২০০৭ সালের এইদিনে মতলব-বাবুরহাট পেন্নাই সড়কে ম্যাক্সিচাপায় পিষ্ট হয়ে শাহাদাত (৮) নামে এক স্কুল ছাত্র মারা যায়।

২০০৮ সালের এইদিনে ফরিদগঞ্জের ধানুয়ায় ইটবহনকারী ট্রলির নিচে চাপা পড়ে শান্ত (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটে।

২০০৯ সালের এইদিনে চাঁদপুর শহরে পানি উন্নয়ন বোর্ডের কাজের ভাগাভাগি নিয়ে ছাত্রলীগের দু'গ্রুপ শহরে সশস্ত্র মহড়া দেয়। এ ঘটনায় চাঁদপুর সরকারি কলেজের শেরে বাংলা ছাত্রাবাসে তল্লাশি করে পুলিশ ৯ রাউন্ড কার্তুজসহ রিভলবার উদ্ধার ও ছাত্রলীগের সাবেক দু নেতাকে সন্দেহজনকভাবে আটক করে।

২০১০ সালের এইদিনে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ফরিদগঞ্জের চান্দ্রায় রিকশাচালক আলমগীরকে বেদম পিটিয়েছে বখাটেরা এবং স্কুল ছাত্রীকে সিগারেটের ছেঁকা দেয়ার অপরাধে ইভটিজার বাহাদুরকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়।

২০১৭ সালের এইদিনে চাঁদপুরের কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

২০১৯ সালের এইদিনে চাঁদপুরের জেলা কারাগারের সামনে থেকে রিহাম ও শিমুল দে নামে দু’মাদক ব্যবসায়ীকে ১০ পিচ ইয়াবাসহ ডিবি পুলিশ আটক করে।

২০২০ সালের এইদিনে চাঁদপুর শহরের পদ্মা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে তিন দিন বয়সী নবজাতকের মৃত্যু হয়।

২০২১ সালের এইদিনে চাঁদপুরে একজনের করোনা শনাক্ত হয়।

২০২৩ সালের এইদিনে চাঁদপুরের বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের রালদিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মায়মুনা আক্তার (২০) নামে এক নারী ঘটনাস্থলে মারা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়